ভারতের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি না- সে বিষয়ে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। তবে আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা অনড়। কেন অনড় আছি, আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে বলে মনে করি।’
প্রসঙ্গত, প্রায় সাড়ে ৯ কোটি টাকায় বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য কিনেছিল বলিউড মেগাস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন: ভারতে যেতেই হবে- এই দাবি ভিত্তিহীন
কিন্তু কয়েকদিন না যেতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি নির্দেশে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। তার বদলে বিকল্প একজন খেলোয়াড়কে নিয়েও নিয়েছে দলটি।
এ ঘটনায় ক্ষুব্ধ গোটা বাংলাদেশ। সবারই প্রশ্ন, একজন মুস্তাফিজের নিরাপত্তাই যদি ভারত দিতে না পারে, তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে।
এরপরই নানা পক্ষের দাবির মুখে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল খেলার সম্প্রচার নিষিদ্ধ করে সরকার। তারপর নেওয়া হয় ভারতে বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত। সে সিদ্ধান্তে যে বাংলাদেশ অনড়, এবার তাও জানানো হলো।
এএইচ

