যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এই অলরাউন্ডার তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে মাঠে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। সম্প্রতি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপচারিতায় সাকিব খোলাখুলি কথা বলেছেন ক্রিকেট, রাজনীতি ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। রাজনৈতিক ঝড়, সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও তিনি নিজের নীতি ও কাজে অটল রয়েছেন।
সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সাকিবের একটি পোস্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এ বিষয়ে তিনি বলেন, “মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। আমি আমার কাছের মানুষদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল।” ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় সাকিবের নিরপেক্ষ অবস্থান নিয়েও সমালোচনার ঝড় ওঠে। কেউ তাকে ভীতু বলেছেন, কেউ জনগণের শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন। এমনকি কানাডায় খেলার সময় কিছু দর্শক তাকে গালিগালাজ করেন, যা পরে ভাইরাল হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন-জুলাইয়ের ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে, তবে অনুশোচনা নেই: সাকিব
আরও পড়ুন-সিরিজ হারলে বা জিতলে র্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে বাংলাদেশর
এ প্রসঙ্গে সাকিব ক্রিকবাজকে বলেন, “জুলাইয়ের সময় কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। হয়তো দেশের মানুষ আমার কাছ থেকে ভিন্ন কিছু আশা করেছিল। কিন্তু আমি তখন দেশের বাইরে ছিলাম, পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি জানাও আমার পক্ষে সম্ভব ছিল না।”
বিজ্ঞাপন
আরও পড়ুন-সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা
তিনি আরও বলেন, “একটি নির্দিষ্ট সময়ে কিছু মানুষ আমার বিরোধিতা করলেও, আমি তাদের দৃষ্টিকোণ বুঝি এবং তাদের রাগকে সম্মান করি। তবে এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। মানুষ এখন ধীরে ধীরে আমার পরিস্থিতি বুঝতে শুরু করেছে।”
আরও পড়ুন-যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ শোকস্তব্ধ- সাকিব
ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব জানান, তিনি এখনো কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। তিনি বলেন, “সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে আবার খেলতে চাই। আমি চাই আমার বিদায়টা হোক ঢাকার মাঠে, আমার ভক্তদের সামনে।”

