শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার, ১৯ অক্টোবর কোয়াব সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন পাইলট।

আরও পড়ুন- বিশ্বকাপের সেমি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ


বিজ্ঞাপন


পদত্যাগপত্রে তিনি লেখেন, 'কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক গর্বের বিষয়। তবে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায়, আমি মনে করি, উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে হলে কোয়াবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই উত্তম। তাই আমি অবিলম্বে নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছি।'

আরও পড়ুন- আফগান ক্রিকেটারদের মৃত্যু নিয়ে আইসিসির বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

উল্লেখ্য, কিছুদিন আগেই অনুষ্ঠিত কোয়াব নির্বাচনে খালেদ মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে। এরপর ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-৩ এর নির্বাচনেও অংশগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন- স্টার্কের বল ছাড়িয়ে গেল ঘণ্টায় ১৭৫ কি.মি’র বেশি!


বিজ্ঞাপন


ক্যাটাগরি-৩ এ মোট ৪৫টি ভোটের মধ্যে ৪৩টি ভোট পড়ে, যার মধ্যে একটি বাতিল হয়। বাকি ৪২টি বৈধ ভোটের মধ্যে খালেদ মাসুদ একাই পেয়েছেন ৩৫টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পান মাত্র ৭টি ভোট।

আরও পড়ুন- টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

উল্লেখ্য, বিসিবি ও কোয়াব-উভয় সংগঠনেই গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে স্বার্থের সংঘাতের আশঙ্কা থেকেই খালেদ মাসুদ এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে তিনি পেশাদারিত্ব ও সংগঠনের স্বচ্ছতার প্রতি নিজের দায়বদ্ধতা প্রকাশ করেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর