শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

নারীদের সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে একতরফা আধিপত্য দেখিয়ে পাঞ্জাবকে উড়িয়ে দিল মহারাষ্ট্র। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে জয় পেয়েছে তারা। তবে ম্যাচের আসল গল্প একটাই- কিরণ নাভগিরে! তিনি খেলেছেন এমন এক ইনিংস, যা ইতিহাসে জায়গা করে নিয়েছে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হিসেবে।

প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে তুলেছিল ১১০ রান। শুরু থেকেই ছন্দে আসতে পারেননি তাদের ব্যাটাররা। মহারাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিং ও ধারালো ফিল্ডিংয়ে রান তোলাই হয়ে উঠেছিল কঠিন। রিধিমা আগরওয়াল ১৪ বলে মাত্র ৫ রান করে আউট হন এ. পাটিলের বলে। কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেন প্রকাশতি শর্মা—৮ বলে ৯ রান, দুইটি চার। এরপর শৃষ্টি রাজপুত কিছুটা সময় ক্রিজে টিকলেও ৩৩ বলে ১৬ রানের বেশি করতে পারেননি।


বিজ্ঞাপন


মাঝের সারিতে কারও ব্যাটে ছিল না স্থিরতা। প্রগতি সিং ২১ বলে ১৮ রান করে কিছুটা লড়াই দেন, কিন্তু রানরেট কখনোই বাড়েনি। শেষদিকে নিতু সিংয়ের ৮ বলে ১১ আর প্রিয়া কুমারীর অপরাজিত ৩০ রানের ইনিংসে শতরান ছোঁয়ার আশা জাগায় পাঞ্জাব। কুমারীর ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা। তাকে সঙ্গ দেন অক্ষিতা ভগত, ১৬ রানে অপরাজিত থেকে দলকে ১১০ পর্যন্ত পৌঁছে দেন।

মহারাষ্ট্রের বোলাররা ছিলেন যথেষ্ট ধারাবাহিক। বি. এম. মিরাজকর ও এ. এ. পাটিল নেন দুটি করে উইকেট। অন্যরা ছিলেন দারুণ মিতব্যয়ী।

কিন্তু ম্যাচের আসল ঝড় আসে পরের ইনিংসে। লক্ষ্য তাড়া করতে নেমে একাই ম্যাচ শেষ করে দেন কিরণ নাভগিরে। ৩১ বছর বয়সী এই ব্যাটার খেলেন মাত্র ৩৫ বলে অপরাজিত ১০৬ রানের ঝড়ো ইনিংস! ১৪টি চার ও ৭টি ছক্কায় গড়া ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬- নারীদের টি-টোয়েন্টিতে এত দ্রুত সেঞ্চুরি আর কেউ কখনও করতে পারেননি। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি ছুঁয়ে তিনি ইতিহাস গড়েছেন।

নাভগিরে ভেঙে দিয়েছেন ২০২১ সালে সোফি ডিভাইনের করা ৩৬ বলের সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি ছিল ৩৮ বলে, যা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্দ্রা ডটিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।


বিজ্ঞাপন


পাঞ্জাবের বোলারদের কেউই রেহাই পাননি নাভগিরের আঘাত থেকে। কমলপ্রীত কৌর ও মমতা রানির ওভারপ্রতি রান গড় ছিল ৮-এর ওপরে, মান্নাত কাশ্যপের একমাত্র ওভারেই খরচ হয় ১৩ রান। অক্ষিতা ভগত ও প্রিয়া কুমারীর ওভারগুলো আরও ব্যয়বহুল—প্রত্যেকে দিয়েছিলেন যথাক্রমে ২৪ ও ৩০ রান।

মাত্র ৮ ওভারেই ১ উইকেট হারিয়ে ১১৩ রানে পৌঁছে যায় মহারাষ্ট্র, হাতে তখনো ১২ ওভার বাকি! এই ইনিংসে কিরণ নাভগিরে শুধু জয়ই দেননি, নিজের ব্যাটিংকে এক নতুন উচ্চতায় তুলে নিয়েছেন। দেশীয় ক্রিকেটে ব্যাটিংয়ের মানদণ্ড আরও উঁচু করেছেন তিনি। এই ম্যাচ মনে থাকবে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে গতি ও শক্তির এক নতুন অধ্যায় হিসেবে—যে রাতে কিরণ নাভগিরে লিখে গেলেন ইতিহাস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর