জমে ওঠেছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের লড়াই। চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ ও ভারত একটি করে ম্যাচ জিতেছে, ফলে দুদলেরই পয়েন্ট ২ করে। অবশ্য টাইগারদের সমান একটি ম্যাচ জিতলেও নেট রানরেটে এগিয়ে আছে ভারত +০.৬৮৯, বাংলাদেশের নেট রানরেট +০.১২১। অন্যদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। লঙ্কানরা লাল-সবুজের দলের কাছে আর ম্যান ইন গ্রিনরা হেরেছে ভারতের কাছে।
সুপার ফোরের চার দলই একে অপরের সঙ্গে একটি করে মোট তিনটি ম্যাচ খেলবে। তাই বাংলাদেশের হাতে এখনও আছে দুটো ম্যাচ। আগামী ২৪ সেপ্টেম্বর লিটন দাসের দল খেলবে ভারতের বিপক্ষে। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ। এক ম্যাচ জেতায় ফাইনালে ওঠতে বাংলাদেশের সম্ভাব্য সমীকরণ কি হতে পারে তা জানতে আগ্রহী ভক্তরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- পাকিস্তানে আটকে গেল বাংলাদেশের ফাইনাল স্বপ্ন
আরও পড়ুন- ভারতের ইতিহাস, পাকিস্তানের লজ্জার রেকর্ড
এই দুই ম্যাচের আগে সামনে চলে আসছে বাংলাদেশ দলের সমীকরণ। বাংলাদেশ যদি পরের দুই ম্যাচেই জেতে তাহলে কোনো হিসেব-নিকেশ নয়, সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের। আর একটি ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। ধরা যাক, বাংলাদেশ শুধু পাকিস্তানকে হারায়, আর ভারত সব ম্যাচ জেতে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, পাকিস্তান ও শ্রীলঙ্কার থাকবে ০ অথবা ২ পয়েন্ট। এমন পরিস্থিতিতে বাংলাদেশ খেলবে ফাইনালে।
এদিকে বাংলাদেশ যদি নিজেদের পরের দুই ম্যাচে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান- এই দুই দলের কাছেই হারে, তাহলেও কি খেলতে পারবে ফাইনালে? বাংলাদেশ যদি বাকি দুই ম্যাচেই হেরে যায়, তবুও ছোট্ট একটা সম্ভাবনা থাকবে শিরোপার জন্য লড়াই করার। তবে সেক্ষেত্রে লাল-সবুজের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে।
বিজ্ঞাপন
সেই ক্ষেত্রে যা যা হতে হবে:
ভারতকে সবগুলো ম্যাচ জিততে হবে (৬ পয়েন্ট)। বাকি তিন দল– বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। তখন নেট রানরেটের ভিত্তিতে ফাইনালিস্ট ঠিক হবে। আর নেট রান রেটে এগিয়ে থেকে বাকি ফাইনালে ওঠতে হলে বাকি দুই ম্যাচে বাংলাদেশকে খুব কম ব্যবধানে হারতে হবে (যেমন শেষ ওভারে বা ১-২ রানে)। আর পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারতে হবে। এই কঠিন সমীকরণ মেলানো গেলে নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ উঠে যেতে পারে ফাইনালে

