রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেড-গ্রিনের তাণ্ডব, ট্রিপল সেঞ্চুরিতে রানপাহাড় অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

হেড-গ্রিনের তাণ্ডব, ট্রিপল সেঞ্চুরিতে রানপাহাড় অস্ট্রেলিয়ার

ঘরের মাঠে সিরিজ খুইয়ে বসেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের প্রথম দুইটি জিতেই সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা। আজ নিয়মরক্ষার তৃতীয় ম্যাচ। তবে নিজেদের জাত চেনাতে অজিরা বেছে নিলেন এই ম্যাচটিই। প্রথম দুই ম্যাচেই অজিদের ব্যাটাররা নিজেদের ছায়া হয়ে ছিলেন। খোলসবন্দী হয়ে ছিলেন ট্রাভিস হেড-ক্যামেরন গ্রিনের মত মারকুটে ব্যাটাররা। তবে দুই ম্যাচ হেরে খোলস ভেঙে বেরিয়েছেন তারা। ম্যাকায়ে চার-ছক্কার বৃষ্টি নামালেন। আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটেই ৪৩১ রানের বিশাল এক সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়াকে রানের বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে সেঞ্চুরির দেখা পেয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটার। হেড করেছেন বিধ্বংসী সেঞ্চুরি। ১০৩ বলে ১৪২ রান করেন তিনি। অধিনায়ক মার্শ একটু রয়ে-সয়ে খেলেছেন। তিনি করেন ১০৬ বলে ১০০ রান। তবে তিনে নামা গ্রিন চালিয়েছেন তাণ্ডব। তিনি ৪৭ বলে শতকের দেখা পান। এই তিন ব্যাটারের ট্রিপল সেঞ্চুরিতেই রানপাহাড় গড়ে অজিরা। ওয়ানডে ক্রিকেটে আজ নিয়ে কেবল পাঁচবার এক ইনিংসেই তিন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন- রক্ত না শুকাতেই আপনি পাকিস্তানের সঙ্গে খেলছেন— তোপের মুখে মোদি

আরও পড়ুন- এশিয়া কাপের দল ঘোষণা করার পরই বাদ দুই নির্বাচক সদস্য

আরও পড়ুন- প্রেমিকার সঙ্গে কথা বলতে এক ফোন কলেই ৩৭ হাজার টাকা খরচ ক্রিকেটারের

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৭ রান করা হেড দ্বিতীয় ম্যাচে করেন ৬ রান। তবে আজ তিনি ফর্মে ফিরেছেন। ৩২ বলে ফিফটি করা হেড ৮০ বলে তুলে নেন শতক। ওপেনিংয়ে মার্শের সঙ্গে তিনি গড়েন ২৫০ রানের বিশাল জুটি। এ জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় অজিরা। ১৪২ রান করে হেড ফেরার পর ক্রিজে মার্শের সঙ্গী হন গ্রিন। 


বিজ্ঞাপন


Screenshot_2025-08-24_140120

হেড ফেরার পর আউট হন মার্শও। তবে অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা ভালোভাবেই সেরেছেন গ্রিন। তৃতীয় উইকেটে এ দুজন মিলে গড়েন ১৬৪ রানের অপরাজিত জুটি। দলকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে নিজের প্রথম ওয়ানডে শতক পেয়েছেন গ্রিন। আর তাতে রেকর্ড বইয়েও স্থান পেয়েছেন তিনি। 

Screenshot_2025-08-24_140152

অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতক গ্লেন ম্যাক্সওয়েলের। তিনি করেন ৪০ বলে। আর আজ দ্বিতীয় দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড গড়েছেন গ্রিন। তিনি শতক ছুঁয়েছেন ৪৭ বলে। গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৫ বলে ১১৮ রানে। এই ইনিংস খেলার পথে ৬ চারের সঙ্গে তিনি মেরেছেন ৮টি ছয়। এদিকে গ্রিনের সঙ্গে বিশাল জুটি গড়া ক্যারিও পেয়েছেন ফিফটির দেখা। তিনি ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর