রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাসকিন আহমেদ। টাইগারদের পেস ইউনিটের নেতা তিনি। তার বিরুদ্ধে এবার এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠেছে। 

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে তাসকিনের বিরুদ্ধে থানায় জিডিও করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

আরও পড়ুন-জৌলুস ফেরাতে বিপিএলে আইপিএল-পিএসএলের প্রতিষ্ঠান

তাসকিন ভুক্তভোগীকে ফোন করে ডেকে নিয়ে যান মিরপুর এক নম্বরে। সেখানেই ওই ব্যক্তিকে মারধর করা হয়। এরপর প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে জানা গেছে। এসব অভিযোগে গতকাল রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাওয়া হলে থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে সূত্রের বরাত দিয়ে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 


বিজ্ঞাপন


এ নিয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।'

কদিন আগেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এ সিরিজে লাল-সবুজের দলে ছিলেন তাসকিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর