রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সময় নষ্ট করা নিয়ে ভারতের আপত্তি জানানোর কোনো অধিকারই নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

‘সময় নষ্ট করা নিয়ে ভারতের আপত্তি জানানোর কোনো অধিকারই নেই’

তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে লর্ডসে ঘটে নাটকীয় এক ঘটনা। জ্যাক ক্রলির সময় নষ্ট করা নিয়ে ভারতীয় দল কড়া আপত্তি জানায়। এমনকি মাঠেই ক্রলির প্রতি ক্ষোচ ঝাড়েন ভারতের অধিনায়ক শুবমান গিল। তবে এ নিয়ে সফরকারীদের আপত্তি একেবারেই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ টিম সাউদি। তার দাবি, ম্যাচের দ্বিতীয় দিন গিল্রাই সময় নষ্ট করেছে, তাই এখন তাদের অভিযোগ তোলার কিছু নেই।

দিনের খেলা শেষ হওয়ার সময় যখন পাঁচ মিনিট বাকি, তখন ব্যাটিংয়ে আসেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। নিয়ম অনুযায়ী তখন অন্তত দুই ওভার খেলার সুযোগ ছিল। কিন্তু ক্রলি বিভিন্নভাবে সময় নষ্ট করে নিশ্চিত করেন, তাদের কেবল একটি ওভারই খেলতে হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন- এক দশক পর টেস্ট ক্রিকেটে এলো এমন দিন

আরও পড়ুন- ১৩ বছর পর এমন দিন দেখলো অস্ট্রেলিয়া ক্রিকেট

ভারতের জসপ্রিত বুমরাহ যখন ওভার করতে আসেন, বারবার টাইম নেওয়ার কারণে তার রীতিমতো বিরক্তি স্পষ্ট ছিল। আর এই পুরো ঘটনায় ভারতের অধিনায়ক শুভমান গিল রাগ প্রকাশ করেন ক্রলির দিকে চেয়ে অশালীন ভাষা ব্যবহার করে। পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার হওয়ায় স্কাই স্পোর্টসকে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করতেও হয়।

এ নিয়ে সাউদি বলেন, “শেষের দিকের উত্তেজনা তো থাকবেই, এটা দারুণ দেখতেও লাগে। কিন্তু ভারত কী নিয়ে অভিযোগ করছিল, সেটাই বুঝলাম না। কারণ আগের দিন তো গিল নিজেই মাঠে শুয়ে ম্যাসাজ নিচ্ছিল। এগুলো খেলারই অংশ।”


বিজ্ঞাপন


বুমরাহ যখন দিনের শেষ ওভার করতে এলেন, তখন ঘড়ির কাঁটায় ৬টা ২৫ বাজছিল। প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ছেড়ে দেন ক্রলি। এরপর তৃতীয় বলের আগে বারবার পিছু সরে দাঁড়ান তিনি, যাতে সময় এগিয়ে যায়। বুমরাহর বিরক্তি চরমে ওঠে।

তৃতীয় বল শেষে ভারতের ফিল্ডাররা জোরে জোরে চিৎকার করে উৎসাহ দেন বোলারকে। পঞ্চম বলে গ্লাভসে লাগলে ক্রলি ফিজিও ডাকেন। ইংলিশ সমর্থকরা তখন করতালি দেয়, আর ভারতীয় গ্যালারি থেকে ওঠে দুয়োধ্বনি।

Screenshot_2025-07-13_100409

ক্রলি ফিজিও ডাকতেই গিল ক্রলির দিকে এগিয়ে গিয়ে হাত উঁচিয়ে ‘এক্স’ চিহ্ন দেখান। পাল্টা জবাবে ক্রলি হাত নেড়ে কিছু বলেন, আর ডাকেট তখন গিলকে কিছু বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ বলটি খেলেই দ্রুত প্যাভিলিয়নের দিকে ফিরে যান ক্রলি। ফিল্ড ছাড়ার সময় ভারতীয় ফিল্ডারদের সঙ্গেও কথার লড়াই হয় ডাকেটের।

ভারতের ব্যাটার কেএল রাহুল বলেন, “আমরা আশা করেছিলাম, অন্তত দুটি ওভার করানো যাবে। তখন তো ছয় মিনিট বাকি ছিল। এমন সময় অবশ্যই দুই ওভার খেলানো উচিত। আমরা জানি, দিনের শেষে কোনো ব্যাটারকে নামানো কঠিন কাজ। তাই আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। একটা উইকেট পেলে দারুণ হতো।”

এর আগে দ্বিতীয় দিনে গিল মাঠেই ম্যাসাজ নেন, রাহুল ছিলেন বাইরে। অর্থাৎ ভারতও সময় নষ্ট করেছে, এটাই ইংল্যান্ড শিবিরের দাবি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, “এটা সময় নষ্ট করার অন্যতম সেরা উদাহরণ। কিন্তু ভারত নিজেও তো সময় নষ্ট করেছে। গিল মাঠে পড়ে ছিল, রাহুল তখন মাঠের বাইরে ছিল, ফলে ওপেন করতেও পারতেন না। তাই কোনো দলই এখন অভিযোগ করতে পারে না। তবে কী দারুণ নাটক! এই সিরিজের চতুর্থ ও পঞ্চম দিন এখন অনেক বেশি উত্তেজনাকর হতে চলেছে।”

সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক বলেন, “এই সিরিজে এমন উত্তেজনা খুব দরকার ছিল। প্রথম দুই টেস্ট শেষে ১-১ সমতায় থাকা সিরিজে এমন উত্তেজনা সিরিজকে জমিয়ে দিচ্ছে। সব খেলোয়াড় এতদিন ভদ্র ছিল। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে এমন পরিস্থিতি এক সময় না এক সময় আসেই।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর