সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এমবাপের খেলা নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

এমবাপের খেলা নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

ফিফা ক্লাব বিশ্বকাপে আল-হিলালের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। আগামী ১৯ জুন, বুধবার মাঠে নামার আগে নিশ্চিত নয় কিলিয়ান এমবাপ্পের খেলা। ফরাসি সুপারস্টারেরখেলা নিয়ে শঙ্কার কারণ তিনি অসুস্থ। নতুন কোচ শাবি আলোনসো জানিয়েছেন, ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমবাপ্পেকে খেলানো হবে কিনা।

"কিলিয়ান আজ সকালে একটু ভালো ছিল, তবে এখনো পুরোপুরি সুস্থ নয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে আজকের অনুশীলন থেকে বিরত রাখার। পরিস্থিতির ওপর নির্ভর করছে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব," ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন আলোনসো।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ইরান-ইসরায়েল যুদ্ধের মাঝেই ট্রাম্পকে যে বার্তা দিলেন রোনালদো

আরও পড়ুন- যে কারণে রোনালদোর পায়ে কালো নেইলপলিশ

রিয়ালে পা দিয়েই দারুণ ছন্দে ছিলেন এমবাপ্পে। ইউরোপের সফলতম এই ক্লাবের জার্সিতে দ্রুতই মানিয়ে নিয়েছেন তিনি। মৌসুম শেষে এমবাপ্পের নামের পাশে ছিল ৫৬ ম্যাচে ৪৩ গোল আর ৫ অ্যাসিস্ট। তবে ব্যক্তিগত পারফরম্যান্স যতই ঝলমলে হোক, ক্লাবের কাছে এই মৌসুমটা ভুলে যাওয়ার মতোই। লা লিগা শিরোপা ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা, আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে আর্সেনালের কাছে হেরে।

রিয়াল মাদ্রিদ তাই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আলোনসোকে- যার মূল দায়িত্বই হচ্ছে শিরোপাহীন সময় থেকে দলকে বের করে আনা। দায়িত্ব নিয়ে প্রথম দিকেই দলের রক্ষণ নিয়ে জোর দিয়েছেন তিনি।  আলোনসো বলেন, "রক্ষণভাগের কাজ খুব গুরুত্বপূর্ণ। এটা এমন এক জায়গা যেটা আমাদের অল্প সময়ের মধ্যে ঠিক করতে হবে। আর দীর্ঘমেয়াদে এটা আমাদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।"


বিজ্ঞাপন


এরই মধ্যে দলকে শক্তিশালী করতে দুই তারকাকে দলে ভিড়িয়েছে রিয়াল। ইংলিশ ক্লাব লিভারপুল থেকে এসেছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথের সাবেক ডিফেন্ডার ডিন হুইজেনও যোগ দিয়েছেন স্কোয়াডে। ক্লাব বিশ্বকাপে 'এফ' গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ হিসেবে আছে সৌদি আরবের আল-হিলাল, মেক্সিকোর পাচুকা ও অস্ট্রিয়ার আরবি সালজবুর্গ।

নতুন কোচ আলোনসোর অধীনে প্রথম বড় শিরোপার জন্যই এবার মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোসরা। শুরুটা ভালো হলে বাকি পথটাও সহজ হয়ে উঠবে বলেই আশাবাদী দলটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর