ফুটবলের বিশ্বের তরুণ সেনসেশান লামিনে ইয়ামাল। স্পেনের এই ফুটবলার খেলেন বার্সেলোনায়। ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতেই অপ্রতিরোধ্য তিনি। দেশের হয়ে ইউরো জয়ের পর এব্র কাতালান ক্লাবটির জার্সিতেও সব জয় করেছেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে তিনি আছেন অবকাশ যাপনে।
অবকাশ যাপনের ছবি প্রকাশ করেই বিপাকে পড়েছেন ইয়ামাল। ছুটি কাটাতে ইয়ামাল আছেন ইতালিতে। সেখানকার একটি ছবিই তিনি ইন্সটাগ্রামে দিয়েছেন যাতে দেখা যায় একটি সুইমিংপুলের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ইরান-ইসরায়েল যুদ্ধের মাঝেই ট্রাম্পকে যে বার্তা দিলেন রোনালদো
আরও পড়ুন- যে কারণে রোনালদোর পায়ে কালো নেইলপলিশ
এদিকে স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানের ক্রু ফাতি ভাজকেজও একটি ছবি দিয়েছেন নিজের ইস্নটাগ্রামে। দুজনের ছবি যে একই রিসোর্টের একই সুইমিংপুলের তা বুঝতে বাকি থাকে না কারোরই। এরপর দুইয়ে দুইয়ে চার মেলান নেটিজেনরা।
বিজ্ঞাপন
স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ বছর বয়সী ইয়ামাল আর ৩০ বছর বয়সী ভাজকেজ ইতালির একই স্থানে অবস্থান করেছেন। সেখানে বলা হয়েছেন, ইয়ামাল তার চেয়ে ১৩ বছরের বড় ফাতির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।
এদিকে স্প্যানিশ সাময়িকী লেকচারাস একটি ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায় ইয়ামাল ও ফাতি একসঙ্গে স্পিড বোট নিয়ে ঘুরছেন। স্পিডবোট চালাচ্ছেন ইয়ামাল আর পেছনে বসে তাঁকে জড়িয়ে ধরে আছেন ফাতি। এ থেকেও নেটিজেনরা ধারণা করেন যে এ দুজন ভালোবাসায় মজে আছেন।
তবে ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস জানিয়েছেন, এ দুজন প্রেমের সম্পর্কে নেই। ওইয়োস নিজেও একই জায়গায় আছেন বলেই জানা গেছে। তিনি জানিয়েছেন, এখানে ইয়ামালের সাথে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থ আছে। ইয়ামালের সঙ্গে ফাতির কোনো সম্পর্ক নেই।
এদিকে ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জণ ছড়িয়ে পড়ার পর থেকেই নিয়মিত হুমকি পাচ্ছেন ফাতি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা দুঃখজনক। কিছু মানুষের ভেতরটা এতই অন্ধকারাচ্ছন্ন যে তারা এমন একজনের মৃত্যু কামনা করে, যাকে তারা চেনেই না। যারা আমার ক্ষতি চায়, আমি তাদের আরোগ্য কামনা করি। কারণ, তারা সুস্থ হয়ে থাকলে অন্য কারও ধ্বংস কামনা করতে পারত না।’
এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করা ফাতি একজন ইনফ্লুয়েন্সারও। ইউটিউবে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে ফাতির। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪ লাখ, টিকটকে ৩ লাখ ২০ হাজারের বেশি।