সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে দল ছেড়ে ভারতে ফিরলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে দল ছেড়ে ভারতে ফিরলেন গম্ভীর

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ইতোমধ্যেই সেখানে পৌঁছেছে শুবমান গিলের দল। ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরুকারীরা। তবে টেস্ট সফরের প্রস্তুতিমূলক ম্যাচে থাকছেন না প্রধান কোচ গৌতম গম্ভীর। শুক্রবার (১৪ জুন) থেকে বেকেনহ্যামে ভারত ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ শুরু হলেও, ব্যক্তিগত জরুরি কারণে বুধবারই দিল্লি ফিরে গেছেন গম্ভীর। 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। ক্রিকইনফো বলছে, পারিবারিক জরুরী প্রয়োজনে দেশে ফিরে গিয়েছেন গম্ভীর।  তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ সিতাংশু কোটাক ও রায়ান টেন ডেসকাট এবং বোলিং কোচ মরনে মরকেল। অন্যদিকে ভারত ‘এ’ দলের কোচ হিসেবে আছেন হৃষিকেশ কানেরকার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- দেখে নিন ক্লাব বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

আরও পড়ুন- বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সেই কিংবদন্তি ক্রিকেটার

বেকেনহ্যামের এই প্রস্তুতি ম্যাচ মূলত জুন ২০ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের জন্য ছন্দ খুঁজে পাওয়ার সুযোগ। লিডসে প্রথম টেস্টের আগে এটি একমাত্র অনুশীলনের মঞ্চ। তবে দলের জন্য গম্ভীরের অনুপস্থিতি এসেছে গুরুত্বপূর্ণ এক সময়ে। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এই সময়েই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর এখন ব্যাটিং লাইনে দুটি বড় শূন্যতা তৈরি করেছে। সেই জায়গাগুলো পূরণে আলোচনায় আছেন সাই সুদর্শন ও করুণ নায়ার।

ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি আনঅফিশিয়াল টেস্ট খেলে নজর কেড়েছেন করুণ নায়ার, ধ্রুব জুরেল ও অভিমন্যু ঈশ্বরন। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক নায়ার, যিনি প্রথম ম্যাচেই করেছিলেন দ্বিশতকসহ ২৫৯ রান। জুরেল করেছেন তিনটি ফিফটি মিলিয়ে ২২৭ রান, আর ঈশ্বরন করেছেন দুটি অর্ধশতক। টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে কে এল রাহুলকে, যিনি প্রস্তুতি ম্যাচে করেছিলেন ১১৬ ও ৫১ রানের দুটি ইনিংস।


বিজ্ঞাপন


সিমিং কন্ডিশনে অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর ও নীতিশ রেড্ডির মধ্যে যে কেউ একাদশে সুযোগ পেতে পারেন। দুটি প্রস্তুতি ম্যাচে ঠাকুর নিয়েছেন ২ উইকেট, বল করেছেন ৪৩ ওভার। অন্যদিকে রেড্ডি ২৬.৫ ওভারে নিয়েছেন ২ উইকেট। পেস আক্রমণে যশপ্রীত বুমরাহর সঙ্গী হিসেবে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অর্শদীপ সিংয়ের মধ্যে থেকে বেছে নেওয়া হবে আরও দুই পেসার।

এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হচ্ছে ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। একই সঙ্গে এটি শুভমান গিলের অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ যা ভারতীয় টেস্ট দলের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর