রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। ইংলিশ এই তারকা ফুটবলার রিয়ালে যোগ দিয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। স্প্যানিশ ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই বেলিংহামের বরুশিতা ডর্টমুন্ডে যোগ দেওয়ার খবর শুনে অনেকেই চমকে ওঠতে পারেন। বেলিংহাম জার্মান ক্লাবটিতে যোগ দিচ্ছেন ঠিকই, তবে সেটা জুড বেলিংহাম নন, জোবে বেলিংহাম। সম্পর্কে তিনি জুড বেলিংহামেরই ভাই।
সান্ডারল্যান্ডের উঠতি মিডফিল্ডার জোবে বেলিংহ্যামকে দলে নিতে জার্মান ক্লাব বোরুশিয়া ডর্টমুন্ড বেশ আত্মবিশ্বাসী। ১৯ বছর বয়সী এই তরুণ ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ থেকে নিজের পারফরম্যান্সে নজর কেড়েছেন ইউরোপের অনেক ক্লাবের। তবে ডর্টমুন্ড মনে করছে, জোবে এখন তাদের দিকেই ঝুঁকেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আইপিএলের ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে যে দল
আরও পড়ুন- প্রথম আসরে ছিল ৪.৮ কোটি, আইপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি এখন কত?
সান্ডারল্যান্ডের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি ঠিকই, কিন্তু ডর্টমুন্ডের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জোবে চান তার বড় ভাই জুড বেলিংহ্যামের পথেই হাঁটতে। জুড যেমন ২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে ডর্টমুন্ডে গিয়ে নিজের ক্যারিয়ার গড়েন, ছোট ভাইও তেমনই কিছু করতে আগ্রহী।

বিজ্ঞাপন
এই আত্মবিশ্বাসের পেছনে ডর্টমুন্ডের সাম্প্রতিক পারফরম্যান্সও বড় কারণ। বুন্দেসলিগার শেষ দিকে যখন আট ম্যাচ বাকি, তখন তারা ছিল ১১ নম্বরে, চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া শীর্ষ চার থেকে ১০ পয়েন্ট দূরে। কিন্তু শেষ আট ম্যাচে সাত জয় আর বাকি ম্যাচে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে তারা। এই সাফল্য ক্লাবের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ডর্টমুন্ডে জুড বেলিংহ্যাম তিন বছর খেলেছেন, ১৩২ ম্যাচে মাঠে নেমে জিতেছেন ২০২১ সালের জার্মান কাপ। সেই সময় ক্লাবটিতে ছিলেন আরও দুই তরুণ তারকা, এর্লিং হালান্ড ও জাডন স্যাঞ্চো।
তবে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে জার্মান লিগ শিরোপা হাতছাড়া করেছিলেন তিনি। শেষ ম্যাচে মেইনজের সঙ্গে ড্র করেছিল ডর্টমুন্ড, জয় পেলেই ১১ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল তাদের সামনে। ইনজুরির কারণে সেদিন মাঠের বাইরে ছিলেন জুড।

এদিকে জোবে বেলিংহ্যাম গত মাসেই হয়েছেন চ্যাম্পিয়নশিপের সেরা তরুণ ফুটবলার। ঠিক পাঁচ বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন তার বড় ভাই জুড। শুধু তাই নয়, সিজনের সেরা একাদশেও জায়গা পেয়েছেন জোবে। এরপর প্লে-অফে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সান্ডারল্যান্ডকে প্রিমিয়ার লিগে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি।
আগামী ১০ জুনের মধ্যে যদি ডর্টমুন্ড তাকে দলে নিতে পারে, তাহলে তিনি ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ওই টুর্নামেন্টে খেলবে জুড বেলিংহ্যামের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদও। ইতোমধ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে চার ম্যাচ খেলেছেন জোবে। আগামী ১১-২৮ জুন স্লোভাকিয়ায় হতে যাওয়া ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের দলে আছেন তিনি।
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলি জানিয়েছেন, ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য তারা খেলোয়াড়দের ছাড় দিতে প্রস্তুত। তিনি বলেন, “আমরা সব খেলোয়াড়কে সাপোর্ট করি। আমাদের শিডিউলের মধ্যে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে খেলোয়াড়দের মেডিকেল টেস্ট দিতে বা ক্লাবের সঙ্গে আলোচনায় কোনো সমস্যা না হয়। আমি অবশ্যই চাই সবাই আমাদের সঙ্গেই থাকুক। কিন্তু বাস্তবতা হলো, খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে হবে, এবং সেটাই আমরা করছি।”
“আমরা শুরু থেকেই জানতাম, দুই-একজন খেলোয়াড়কে হয়তো হারাতে হতে পারে। ফিফা যেহেতু আমাদের টুর্নামেন্টের চেয়ে বড় প্রাধান্য পায়, তাই খেলোয়াড়দের ক্লাব চাহিদার দিকেই আমাদের তাকাতে হয়। তাই দলে কিছুটা বেশি খেলোয়াড় রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত সমন্বয় করা যায়।”

