মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পাকিস্তানের

সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশ দলকে ঘিরে চলছে প্রবল সমালোচনা। টাইগারদের এই হতাশাজনক পারফরম্যান্সে দেশের ক্রিকেটপ্রেমীরা যেমন ক্ষুব্ধ, তেমনি সাবেকরা দলের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন আলোচনার মাঝে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। এদিকে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান দল।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন আব্বাস আফ্রিদি। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে জানায়, পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলার সময় ইনজুরিতে পড়েন ওয়াসিম। নির্ধারিত সময়ের মধ্যে সেরে উঠতে না পারায় তাকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


২৩ বছর বয়সী ওয়াসিম পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন। আসরে ৮ ম্যাচে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ছিল ৭.৩৮। জাতীয় দলের হয়ে ২৯ টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ৩৬ উইকেট।

তার বদলি হিসেবে দলে ডাক পাওয়া আব্বাস আফ্রিদি এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ২৪ বছর বয়সী এই পেসার জাতীয় দলের হয়ে ২০ টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট নিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৯টায়। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আব্বাস আফ্রিদি, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর