সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুম্বাই-দিল্লী ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কেমন হবে প্লে-অফের সমীকরণ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

মুম্বাই-দিল্লী ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কেমন হবে প্লে-অফের সমীকরণ?

আইপিএলের প্লে-অফের লড়াই জমে উঠেছে। বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচ যে দুই দলেরই শেষ ভরসা হতে পারে প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু খেলাটা শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন মুম্বাইয়ে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ওয়েদার.কম-এর পূর্বাভাস অনুযায়ী, টস দেরিতে হতে পারে, এমনকি ম্যাচ শুরুও পিছিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে খেলা শেষ করার জন্য আইপিএলের যে অতিরিক্ত সময় ধরা হয়েছে, সেটিও হয়তো যথেষ্ট হবে না।


বিজ্ঞাপন


আরও পড়ুন- কেন মুখ ঢেকে কথা বলেন ফুটবলাররা?

আরও পড়ুন- সাঁতারুরাও কি সুইমিং পুলে প্রস্রাব করেন?

বিসিসিআই শুরুতে শুধুই প্লে-অফের জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় রাখলেও, আবহাওয়ার কথা মাথায় রেখে সেটি এখন বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়েছে। চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ থেকেই এই নিয়ম চালু হয়েছে।

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “২০ মে মঙ্গলবার থেকে লিগ পর্বের বাকি ম্যাচগুলোতেও প্লে-অফের মতো অতিরিক্ত এক ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।”


বিজ্ঞাপন


আরও পড়ুন- বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কে প্রথম হ্যাটট্রিক করেছিলেন?

আরও পড়ুন- ফুটবল ম্যাচে গোলকিপারদের জার্সি যে কারণে দলের সবার চেয়ে আলাদা

ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১৪, আর দিল্লি ক্যাপিটালস এক ধাপ পিছিয়ে, ১৩ পয়েন্ট নিয়ে। ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায় আর দুই দল এক পয়েন্ট করে ভাগ করে নেয়, তাহলে দিল্লির হাতে থেকে যাবে নিজেদের ভাগ্য গড়ার চাবিকাঠি।

চলুন দেখে নেওয়া যাক, ম্যাচ ভেসে গেলে কারা কীভাবে প্লে-অফে যেতে পারে:

দিল্লি ক্যাপিটালস কিভাবে প্লে-অফে যেতে পারে?
যদি মুম্বাই বনাম দিল্লি ম্যাচটা ভেসে যায়, তাহলে দিল্লির পয়েন্ট দাঁড়াবে ১৪। এরপর নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারাতে পারলেই দিল্লির প্লে-অফ নিশ্চিত। একইসঙ্গে দিল্লি চাইবে, মুম্বাই যেন পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে হারে।

মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফে যাওয়ার দুই পথ
দিল্লি যদি পাঞ্জাবের কাছে হারে, তাহলে মুম্বাইয়ের টিকিট নিশ্চিত। আবার মুম্বাই নিজেরাই যদি পাঞ্জাব কিংসকে হারাতে পারে, তাহলেও তারা চলে যাবে শীর্ষ চারে।

এখন সবকিছু নির্ভর করছে বৃষ্টির ওপর! ম্যাচটা মাঠে গড়াবে তো? আর যদি গড়ায়, কে হাসবে শেষ হাসি, মুম্বাই না দিল্লি?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর