সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিনোদনের জন্য মাদক সেবন করে নিষেধাজ্ঞায় তারকা পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

rabada

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা জানিয়েছেন, তিনি বিনোদনমূলক মাদক সেবনের দায়ে সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছেন। আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা এই গতি তারকা গত মাসে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলে দেশে ফিরে যান।

সেসময় গুজরাট জানায়, রাবাদা “গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিগত কারণে” দেশে ফিরেছেন। এবার রাবাদা নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে তিনি মাদকের পরীক্ষায় পজিটিভ আসার পরই দেশে ফেরেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন-দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা 

রাবাদা আগামী মাসে লন্ডনের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ নেতৃত্ব দেওয়ার কথা। তবে এই ঘটনায় তার ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও রাবাদা ইতোমধ্যে বিষয়টি ভুলে নতুন করে শুরু করতে চান।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সংগঠন-এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা বলেন, “আমি যাদের হতাশ করেছি, তাদের কাছে আমি গভীরভাবে দুঃখিত। ক্রিকেট খেলার সুযোগ আমার কাছে এক বিশাল সৌভাগ্য, যা আমি কোনোদিন হালকাভাবে নিইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত স্বপ্নের চেয়েও অনেক বড়।”

আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি


বিজ্ঞাপন


398361

তিনি আরও বলেন, “আমি এখন সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছি এবং আমি অপেক্ষায় আছি আবারও মাঠে ফেরার, সেই খেলায় যা আমি প্রাণ দিয়ে ভালোবাসি।”

রাবাদা জানান, “এই ঘটনা আমাকে সংজ্ঞায়িত করবে না। আমি আগের মতোই কঠোর পরিশ্রম করে যাব, আগের মতোই খেলায় নিবেদিত থাকব।”

পেস বোলার হিসেবে রাবাদার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় তার পরিসংখ্যানেই। গত অক্টোবরে তিনিই বলের হিসেবে সবচেয়ে দ্রুত ৩০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। তখন আবারও তিনি আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন, যদিও এখন সেই অবস্থান দখল করেছেন ভারতের জসপ্রিত বুমরাহ।

396977

রাবাদার নামের পাশে এখন ৭০ টেস্টে ৩২৭ উইকেট, গড় মাত্র ২২। ওয়ানডেতে ১০৮ ম্যাচে ১৬৮ উইকেট আর টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে ৭১ উইকেট। সব মিলে তিনি বিশ্ব ক্রিকেটে একজন সেরা পেসার হিসেবে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন।

এখন দেখার বিষয়, এই নিষেধাজ্ঞা তাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে বাধা দেয় কি না, নাকি নতুন উদ্যমে তিনি আবারও ফিরতে পারেন প্রিয় খেলার মঞ্চে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর