বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেষ ৬ ব্যাটার মিলে করলেন ৩ রান, পাকিস্তান হারল ৭৩ রানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

শেষ ৬ ব্যাটার মিলে করলেন ৩ রান, পাকিস্তান হারল ৭৩ রানে

নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে পাকিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর এবার একদিনের ক্রিকেটে কিউইদের মুখোমুখি ম্যান ইন গ্রিনরা। নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ গড়েছিল ব্ল্যাকক্যাপসরা। লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান, তবে দলটির শেষ ৬ ব্যাটার মিলে কেবল ৩ রান করতে পারায় শেষ পর্যন্ত ২৭১ রানে অল আউট হয়ে ৭৩ রানে হেরেছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের দেওয়া ৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা করেছিল দারুণ। দুই ওপেনার উসমান খান ও আব্দুল্লাহ শফিক মিলে গড়েছিলেন ৮৩ রানের উদ্বোধনী জুটি। ৩৩ বলে ৩৯ রান করে আউট হন উসমান। এরপর শফিকও সাজঘরে ফিরেন দ্রুতই।


বিজ্ঞাপন


দুই ওপেনার সাজঘরে ফেরার পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন বাবর আজম। এ দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। তবে ৩৪ বলে ৩০ রান করে রিজওয়ান আউট হলে ভাঙে এ জুটি। এদিকে রিজওয়ান ফিরলেও বাবর টিকে ছিলেন। নিজের ফিফটি তুলে নেওয়ার পর তিনি ছিলেন সেঞ্চুরির পথে। সালমান আগার সঙ্গে বাবর গড়েছিলেন ৮৫ রানের জুটি।

তবে দলীয় ২৪৯ রানে ব্যক্তিগত ৭৮ রান করেই আউট হন বাবর। বাবর ফেরার পরই ধ্বস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। এরপর ম্যান ইন গ্রিনদের শেষ ব্যাটার মিলে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন কেবল ৩ রান। শেষ ছয় ব্যাটারের কেবল ৩ জন রানের খাতা খুলতে পেরেছেন। বাকি ৩ জন ০ রানেই আউট হন। সালমান আগাও ৫৮ রানে ফিরলে শেষ পর্যন্ত ২৭১ রানেই থামে পাকিস্তান। ৭৩ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বড় সংগ্রহ পায় মার্ক চ্যাপম্যানের ১৩২ রানের ইনিংসের সুবাদে। এছাড়া ডেরিল মিচেল ৭৬ এবং মোহাম্মাদ আব্বাসও খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর