আইপিএল উন্মাদনায় কাঁপছে ক্রিকেট বিশ্ব। এবারের আসরের শুরু থেকেই টুর্নামেন্টে দেখা মিলছে রানবন্যার। তবে ধারাভাষ্যকারের বক্স থেকে রানবন্যার বর্ণনা দিতে পারছেন না ইরফান। ভারতের সাবেক এই ক্রিকেটার এবার ধারাভাষ্য প্যানেল থেকে ছিটকে গিয়েছেন। তবে কমেন্ট্রিতে না থাকলেও আইপিএল নিয়ে নিজের মতামত জানাতে ভুলছেন না তিনি।
২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ বারের প্রতিযোগিতা। এ বারের আইপিএলের প্লে-অফে উঠবে কোন চার দল তাই বেছে নিয়েছেন ইরফান। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি জানিয়েছেন কোন চার দল খেলবে এবারের সেমিতে।
বিজ্ঞাপন
আইপিএলের এবারের আসরের সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে দেখছেন না ইরফান। তবে কলকাতাকে না রাখলেও নিজের তালিকায় দিল্লী ক্যাপিটালসকে রেখেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
ইরফানের তালিকায় থাকা চার দল হল চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। পাঠানের বেছে নেওয়া চারটি দলের মধ্যে চেন্নাই এবং বেঙ্গালুরু নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। মুম্বই এবং দিল্লি প্রথম ম্যাচে হেরেছে। গত বারের আইপিএলে চেন্নাই, মুম্বই এবং দিল্লি প্লে-অফে উঠতে পারেনি। বেঙ্গালুরু প্লে-অফে উঠলেও ফাইনালে উঠতে পারেনি।
আইপিএলের এবারের আসরের ধারাভাষ্য প্যানেলে আছেন ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাবেক ৫০ এর বেশি ক্রিকেটার। তবে তালিকায় ইরফান পাঠানের নাম না দেখে অবাক হন অনেকেই। অতীতে তাঁকে নিয়মিতই ধারাভাষ্যে দেখা যেত।
ধারাভাষ্য প্যানেলে ইরফানের নাম না দেখার পরই ভারতের একটি সংবাদমাধ্য জানিয়েছে, ক্রিকেটারদের অভিযপোগের কারণেই সাবেক এই পেসারকে এবার ধারাভাষ্যে রাখা হয়নি। ভারতের ক্রীড়া সংবাদমাধ্যম ‘মাই খেল’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় কিছু ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।