মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

যন্ত্রণায় ভুগে মারা গেছেন ম্যারাডোনা, আদালতে বললেন ফরেনসিক বিশেষজ্ঞ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

যন্ত্রণায় ভুগে মারা গেছেন ম্যারাডোনা, আদালতে বললেন ফরেনসিক বিশেষজ্ঞ

ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাত স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। সেখানে সাক্ষ্য দিতে এসে প্রয়াত ফুটবল গ্রেটের ময়নাতদন্তে অংশ নেওয়া এক বিশেষজ্ঞ জানালেন, মারা যাওয়ার আগে ১২ ঘণ্টারও বেশি সময় তীব্র যন্ত্রণায় ভুগেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

ফরেনসিক ডাক্তার মাউরিসিও ক্যাসিনেল্লি সাক্ষ্য দেন, মারা যাওয়ার আগে হার্ট ফেইলিয়র ও লিভার সিরোসিসের কারণে অন্তত ১০ দিন ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমে ছিল। তিনি বিচারকদের বলেন, যারা ম্যারাডোনার সেবায় নিয়োজিত ছিল, তাদের উচিত ছিল বিষয়টি খেয়াল করার।


বিজ্ঞাপন


ম্যারাডোনার হার্টের ওজন ‘স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ’ হয়ে গিয়েছিল বললেন ক্যাসিনেল্লি।  যে কারণে মৃত্যুর আগে অন্তত ১২ ঘণ্টা তীব্র যন্ত্রণায় ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। রক্ষ জমাট বাঁধায় মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আগে কোকেইন ও অ্যালকোহলি আসক্তির সঙ্গেও দীর্ঘ দশক ধরে লড়াই করেছেন তিনি। প্রসিকিউটরদের বর্ণনায়, ম্যারাডোনার জীবনের শেষ কয়েকটি দিন ‘ভয়াবহ নাটক’ ছিল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর