বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

এমবাপে-ভিনিসহ চার রিয়াল তারকার বিরুদ্ধে তদন্তে নামছে উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

আন্তর্জাতিক বিরতি শেষে এবার আবার ক্লাবের হয়ে মাঠে নামবেন ফুটবলাররা। কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহামরাও লস ব্লাঙ্কোসদের জার্সিতে আবার মাঠে ফেরার জন্য প্রস্তুত। তবে এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছেন রিয়াল মাদ্রিদের চার তারকা ফুটবলার। এমবাপে, ভিনিসিয়াস-সহ চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা।

এমবাপে-ভিনি ছাড়াও বাকি দুই ফুটবলার হলেন অ্যান্টোনিও রুডিগার ও দানি সেবায়োস। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটিলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ঘিরে ঘটনার সূত্রপাত।


বিজ্ঞাপন


শেষ ষোলোর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল। মাদ্রিদ ডার্বি নিয়ে উত্তেজনার কমতি ছিল না। ম্যাচেও তার রেশ ছড়ায়। তার মধ্যে টাইব্রেকারে জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়। এদিকে ম্যাচ জেতার পর অ্যাটলেটিকো সমর্থকদের সামনে উদযাপন করেন রিয়ালের ফুটবলাররা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রিয়ালের ফুটবলারদের উদযাপনের ধরন নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় অ্যাটলেটিকো। তারপরই পদক্ষেপ নেয় উয়েফা। ‘অশালীন আচরণের’ অভিযোগে রিয়ালের চার ফুটবলারের বিরুদ্ধে তাই তদন্তে নামছে উয়েফা।

উয়েফার একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের ফুটবলারদের অশালীন আচরণের অভিযোগে তদন্তের জন্য উয়েফা একজন পরিদর্শক নিয়োগ করেছে।’  চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল। সেই ম্যাচের আগে উয়েফা চার ফুটবলারকে কোনও শাস্তি দেয় কি না, সেটাই দেখার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর