মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আমি কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড়াতে বলতাম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম বেশ খারাপ। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে জনা যা, ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন রোহিত শর্মা! সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে গিয়ে হতশ্রী পারফরম্যান্সের কারণেই ইংলিশদের বিপক্ষে আর খেলতে চাইছেন না রোহিত। একই সঙ্গে প্রশ্ন উঠেছে রোহিতের ফিটনেস ইস্যু নিয়ে। যা নিয়ে  আলোচনা-সমালোচনা করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। 

আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্বে রোহিত থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। ইংল্যান্ডের বিপক্ষে চলছে রোহিতকে বাদ দেয়ার পরিকল্পনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো গুঞ্জন এমনটাই। আর এতেই বেশ চটেছেন যুবরাজের বাবা যোগরাজ।


বিজ্ঞাপন


তিনি বলেন, 'আমাকে ভারতীয় দলের কোচ করা হলে, আমি এই দলটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আগামী কয়েক বছরে তাদের হারানো সম্ভব হবে না। সব সময় আপনারা প্লেয়ারদের দলের বাইরে ছুড়ে ফেলার কথা ভাবেন। হয় রোহিতকে বাদ দাও, নয় কোহলিকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের বলতে চাই, আমি ওদের পাশে আছি। আমি ওদের রঞ্জি ট্রফি খেলার কথা বলব।'

'নয়তো রোজ রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলব। আমি ওদের বলব, আমি ওদের ভালোবাসি। এই প্লেয়াররা হিরে। তাদের ছুড়ে ফেলা যায় না। আমি ওদের সঙ্গে বাবার মতো ব্যবহার করব। যুবরাজের সঙ্গে আমি কখনও বাকিদের পার্থক্য করিনি। এমনকি ধোনিরও না। তবে যেটা ভুল, সেটা ভুল।'

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র পিটিআইকে বলেন, ‘দল ঘোষণার জন্য যথেষ্ট সময় আছে। সম্ভবত (আইপিএলের) নক-আউটের আগে বা নক-আউট ম্যাচের পরে। তখনই স্পষ্ট ধারণা পাওয়া যাবে কোন খেলোয়াড়দের পাওয়া যাবে সেই বিষয়ে।’ তবে রোহিত বা কোহলির বিষয় আলাদা করে বলেননি তিনি। কিন্তু বিসিসিআই যে ওই সিরিজে জশপ্রীত বুমরাহকে চাচ্ছে, তা জানিয়েছে সূত্র।

আইপিএলের নকআউট পর্ব ২০, ২১ এবং ২৩ মে। এখন চলছে লিগ পর্ব। ফাইনাল ২৫ মে। ৪৫ দিনের সফরে ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে ভারত। ইংলিশদের বিপক্ষে আছে দুটি চারদিনের প্রস্তুতি ম্যাচও। সেখানেও কয়েকজন সিনিয়রকে খেলাতে চায় ভারত। তবে আইপিএল শেষ হলেই সবাইকে পাবে নির্বাচকরা। তবে আইপিএল শেষ হওয়ার আগেই দল দিয়ে দেবে বিসিসিআই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর