বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করা। তবে তা হয়নি। কিউইদের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ম্যান ইন গ্রিনরা হেরেছিল ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে মাঠে নামার আগে পরিকল্পনা কষছে পাকিস্তান সহ-অধিনায়ক, প্রচ্ছ্বন্ন হুমকিও ছুঁড়ে দিয়েছেন।
নতুন দল নিয়ে নতুন সিরিজে কিউইদের বিপক্ষে দারুণ কিছু চাচ্ছেন সালমান। ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
বিজ্ঞাপন
ভবিষ্যতের কথা চিন্তা করে ম্যান ইন গ্রিনদের দলে সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে নতুনদের দিনে সল সাজিয়েছে পাকিস্তান। ভাঙাগড়ার মাঝ দিয়ে যাওয়া দলটিকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা টি-টোয়েন্টি অধিনায়ক সালামানের।
৩১ বর্ষী তারকা বলেছেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২৯ মার্চ থেকে নেপিয়ারের ম্যাকলারেন পার্জকে শুরু হবে এ সিরিজ।