বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করা। তবে তা হয়নি। কিউইদের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচের সিরিজ ম্যান ইন গ্রিনরা হেরেছিল ৪-১ ব্যবধানে। এবারও একই ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারীরা। এদিকে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে এ ম্যাচ দিয়েই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ।
পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নেমে তিন বলে শূন্য রানে আউট হন হাসান। জেকব ডাফির বলে জেমস নিশামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লেগ সাইডে বল মারতে গিয়েছিলেন হাসান। কিন্তু আগেই ব্যাটের মুখ বেশি ঘুরিয়ে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল স্লিপে যায়। ক্যাচ ধরেন নিশাম।
বিজ্ঞাপন
চলতি সিরিজ়ে তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের ওপেনার। তিনি প্রথম ক্রিকেটার, যিনি আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের হয়ে একটি দ্বিপাক্ষিক টি২০ সিরিজে তিন বার শূন্য রানে আউট হয়েছেন। সব মিলিয়ে ১২ জন ব্যাটার একটি দ্বিপাক্ষিক সিরিজে তিন বার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু তাঁরা কেউ আইসিসির পূর্ণ সদস্য দেশের নন।
নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে হাসানের। নিজের অভিষেক ম্যাচে ২ বলে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ০ রান করেন হাসান। অবশ্য তৃতীয় ম্যাচ দিয়ে ইতিহাস গড়েন তিনি। তৃতীয় ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রান করে পাকিস্তানের ইতিহাসে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি।
তবে এ ধারা বজায় রাখতে পারেননি তিনি। চতুর্থ ম্যাচে তিনি আউট হয়ে যান ৪ বলে ১ রান করে। আর আজ শেষ ম্যাচে ৩ বল খেলে শূন্য রানে আউট হন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাত করতে নেমে ১০ ওভারেই ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড।