কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই হন্যে হয়ে কোচ খুঁজছিল ব্রাজিল। কার্লো আনচেলত্তির অপেক্ষায় ছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। কিন্তু ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় দরিভাল জুনিয়রকে কোচ করে ব্রাজিল। তবে স্বদেশি কোচের অধীনে সাফল্যের দেখা পাচ্ছে না সেলেসাওরা। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে হয়তো ভিনিসিয়ুস জুনিয়ররা জায়গা করে নিবেনই, তবে চেনা ছন্দে খেলতে পারছে না দলটি।
আজ বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। গত ছয় বছর ধরে আলবিসেলেস্তেদের বিপক্ষে কোনো জয় নেই সেলেসাওদের। এমন অবস্থায় দরিভালের চাকরি থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দরিভালকে ছাটাইয়ের চিন্তা-ভাবনা করছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। সিবিএফের বেশির ভাগ পরিচালক মনে করেন, জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ চলাকালীনই দরিভালকে ছাঁটাই করা প্রয়োজন। তবে অনেকেই এই সময় আরও এগিয়ে আনার পক্ষপাতী।
দরিভালকে ছাটাই করলে নতুন কোচ কে হবেন তা নিয়েও ভাবছে সিবিএফ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফিলিপে লুইস, জর্জ জেসুস এবং আবেল ফেরেইরার নাম শোনা যাচ্ছে।
এদিকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনার কাছে হারের দায় মাথা পেতে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। দরিভাল স্বীকার করে নিয়েছেন মাঠে যেকোনো মাপকাঠিতেই আর্জেন্টিনা এগিয়ে ছিল। তার কোনো পরিকল্পনাই তাই কাজে লাগেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দায় সম্পূর্ণভাবে আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে এগিয়ে ছিল, সবদিক দিয়েই সেরা ছিল।'
যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জয় পেয়েছে বলেও জানান দরিভাল, 'এ রকম পরিস্থিতিকে ব্যাখ্যা করা খুবই কঠিন ও জটিল। আমরা যা করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারিনি।' তিনিআরও যোগ করে বলেন, 'স্বাভাবিকভাবেই এমন ফল আমাদের খুব বড় আঘাত দিয়েছে। এটা এমন একটা অনুভূতি যা আমাদের সবারই হচ্ছে।'