ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগেই জয় নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। স্বাগতিকরা সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নিতে। ওয়েলিংটনের এ ম্যাচে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আসলে কোন মানসিকতায় খেলতে হয় তাই যেন ম্যান ইন গ্রিনদের শিখিয়েছে ব্ল্যাকক্যাপসরা। সালমান আগার দেওয়া লক্ষ্য কিউইরা আজ টপকে গেছে ৬০ বল আর ৮ উইকেট হাতে রেখেই।
ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যা করতে নেমে লড়াইয়ের পুঁজিও পায়নি পাকিস্তান। যথারীতি ব্যর্থ হয়েছে দলের টপ অর্ডার। কেবল অধিনায়ক সালমান আগা খেলেছেন ৩৯ বলে ৫১ রানের ইনিংস। আত্র এই ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের সংগ্রহ পায় ম্যান ইন গ্রিনরা।
বিজ্ঞাপন
সফরকারীদের দেওয়া ছোট এ লক্ষ্য তাড়া করতে নেমে কিউই ওপেনার টিম সাইফার্ট একাই খেলেছেন ৯৭ রানের অপরাজিত আগ্রাসী ইনিংস। তার এই ৩৮ বলের ঝড়ো ইনিংসের সুবাদেই ৮ উইকেট আর ৬০ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৯৩ রানের এই জুটিতে বেশিরভাগ রানই করেছেন সাইফার্ট, ১২ বলে ২৭ রান করে ফিল অ্যালেন আউট হলে ভাঙে এ জুটি। এরপর মার্ক চ্যাপম্যানও দ্রুতই আউট হন।
তবে দ্রুত দুই উইকেট হারালেও আগ্রাসী মনোভাব ধরেই রেখেছিলেন সাইফার্ট। শেষ পর্যন্ত তিনি খেলেছেন ৩৮ বলে ৬ চার আর ১০ ছয়ে ৯৭ রানের ঝড়ো ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই ৮ উইকেটের বিশাল জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।