মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিল কোচের আত্মসমর্পণ, ক্ষমা চাইলেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন ব্রাজিল ফরোয়ার্ড রাফিনহা।  যে কারণে উত্তাপ বিরাজ করছিল এই ম্যাচকে কেন্দ্র করে। বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ স্কোরলাইনে জয় শুধু ঐতিহাসিক না, বরং ম্যাচের প্রেক্ষাপট একে অবিস্মরণীয় করে তুলেছে। ম্যাচের আগে সকলের নজর ছিল রাফিনহার দিকে। রোমারিও টিভিকে দেওয়া বিস্ফোরক মন্তব্যে অতিসাহসের সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, আর্জেন্টিনাকে মাঠের ভেতর ও বাইরে তারা গুঁড়িয়ে দেবে। 

বার্সেলোনার এই উইঙ্গারের এমন মন্তব্যে তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ে সেটা আরও উত্তাপ বাড়িয়েছে। একই টিভিকে নিজে গোল করার পাশাপাশি ইঙ্গিত দিয়েছিলেন, ম্যাচটা স্বাভাবিকের চেয়ে আরও বেশি শারীরিক হয়ে উঠবে! কিন্তু খেলা শুরু হওয়ার পরই দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। আক্রমণে ঝড় তুলে খেলেছে আর্জেন্টাইন দল। হেরেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এই হারের পর ব্রাজিলের অধিনায়ক মারকিনহোস ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।


বিজ্ঞাপন


ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে মারকিনহোস বলেন, ‘আমরা যা করেছি, তা আর কখনো হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে কথা বলা কঠিন... এটা লজ্জাজনক।’  

তিনি আরও বলেন, ‘আমরা খুব খারাপভাবে ম্যাচ শুরু করেছি, আমাদের সামর্থ ও সক্ষমতার অনেক নিচে পারফরম্যান্স করেছি। ওরা (আর্জেন্টিনা) এখন দুর্দান্ত ফর্মে আছে। অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তারা বুদ্ধিমত্তার সঙ্গেও খেলেছে। আমাদের সমর্থকদের জন্য আমি দুঃখিত।’

এদিকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এই হারের দায় মাথা পেতে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। দরিভাল স্বীকার করে নিয়েছেন মাঠে আজ যেকোনো মাপকাঠিতেই আর্জেন্টিনা এগিয়ে ছিল। তার কোনো পরিকল্পনাই তাই কাজে লাগেনি।  ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দায় সম্পূর্ণভাবে আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে এগিয়ে ছিল, সবদিক দিয়েই সেরা ছিল।'

যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জয় পেয়েছে বলেও জানান দরিভাল, 'এ রকম পরিস্থিতিকে ব্যাখ্যা করা খুবই কঠিন ও জটিল। আমরা যা করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারিনি।' তিনিআরও যোগ করে বলেন, 'স্বাভাবিকভাবেই এমন ফল আমাদের খুব বড় আঘাত দিয়েছে। এটা এমন একটা অনুভূতি যা আমাদের সবারই হচ্ছে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর