মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

উন্নত চিকিৎসার জন্যে তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

এক দিনের ব্যবধানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অল্প অল্প করে হাঁটাহাঁটি করতে পারছেন এবং খাওয়া-দাওয়াও করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় গতকাল গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। চিকিৎসকরা ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন তাকে। অবস্থার উন্নতি হলে পরিবারের সম্মতিতে ঢাকায় স্থানান্তর করা হয়। 

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের। আপাতত এভার কেয়ারে চিকিৎসা নেবেন তামিম। ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়ার পর এবং ভিসা প্রক্রিয়ার কাজ হওয়ার পর থাইল্যান্ডে রওনা দেবেন তিনি। তার সঙ্গে বরিশালের কর্ণধার মিজানুরও যাবেন।


বিজ্ঞাপন


গতকাল রাতে মিজানুর বলেন, '(বিদেশে উন্নত চিকিৎসার জন্যে) নিয়ে যাওয়া হচ্ছে। থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে। অবশ্যই আমরা...আমি যাবো সাথে ইনশাআল্লাহ।'

তামিমের অসুস্থ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, 'ডাক্তারের কথা অনুযায়ী তামিমের পানিশূন্যতা ছিল। পানি খায়নি ঠিকমতো, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা এটা কারণ হতে পারে। এই রোজার মধ্যে ডিপিএল খেলা...।'

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও গতকাল তামিমকে দেখতে যান। তামিমের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি। গণমাধ্যমকে আসিফ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। এতক্ষণ পালস না থাকার পরও সে রকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন...উনার মানসিক যে শক্তি দেখলাম। উনার পরিবারের সঙ্গেও কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি, খুব দ্রুত কেবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

‘আমরা যারা ছোটবেলা থেকে বাংলাদেশের ক্রিকেট দেখি, ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। সে জায়গা থেকে দেশের সবার দোয়া ছিল এবং কাইন্ড অব মিরাকল, অবশ্যই আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তিনি আমাদের মাঝে আছেন। খুব দ্রুতই আমরা হয়তো পুরাতনভাবেই তাকে দেখতে পাব; মাঠে দেখতে পাব এই প্রত্যাশা রাখছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর