রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

আর্জেন্টিনাকে হারিয়ে সমালোচকদের জবাব দিতে চান ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনাকে হারিয়ে সমালোচকদের জবাব দিতে চান ব্রাজিল কোচ

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নামবে ব্রাজিল। বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে সেলেসাওদের প্রধান কোচ দরিভাল জুনিয়র বলেছেন, জয় তুলে নিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে পারে তার দল।

ব্রাজিল গত ছয় বছরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে পারেনি, আর আর্জেন্টিনার মাটিতে সেলেসাওরা জয়ের দেখা পায়নি গত ১৬ বছরে। তবে, বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর বেশ আত্মবিশ্বাসী দরিভাল। তিনি মনে করছেন, এই ম্যাচেই ব্রাজিল তাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে।


বিজ্ঞাপন


"আমরা মুখোমুখি হচ্ছি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের, যারা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সবচেয়ে সফল দল। আমরা জয়ের জন্যই মাঠে নামব, আমাদের সর্বোচ্চ খেলাটা খেলব এবং প্রতিপক্ষের মাটিতেই তাদের হারানোর চেষ্টা করব," সোমবার সংবাদ সম্মেলনে বলেন দোরিভাল।

দরিভালের অধীনে ১৫ ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে মাত্র ছয়টিতে। ফলে তাঁকে নিয়ে সমালোচনাও আছে। এ বিষয়ে তিনি বলেন, "আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে সমালোচনা করতে সবাই ভালোবাসে। এটা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের এখানে সমালোচনা বেশি করা হয়, কিন্তু প্রাপ্য সম্মান খুব কমই দেওয়া হয়। তবে সময়ই সব কিছুর সঠিক জবাব দেয়।"

2025-03-21T001356Z_841500908_UP1EL3L00N7VH_RTRMADP_3_SOCCER-WORLDCUP-BRA-COL-REPORT

"আমি জানি ফুটবল কিভাবে কাজ করে এবং চাপের মধ্যে কাজ করাই আমার চ্যালেঞ্জ। আমি কঠোর পরিশ্রম, নিবেদন, শ্রদ্ধা ও পেশাদারিত্বে বিশ্বাস করি। আমি এখন পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে ১৫টি ম্যাচ পরিচালনা করেছি। সময় এলে আমার কাজের জন্য আমি দায়বদ্ধ থাকব," যোগ করেন ব্রাজিল কোচ।


বিজ্ঞাপন


ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার মাঠে জয় পেয়েছিল ২০০৯ সালে, সান্তা ফেতে ৩-১ গোলে জিতেছিল সেলেসাওরা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে জয়ের পর থেকে তারা আর্জেন্টিনার বিপক্ষে শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই ১-০ ব্যবধানে হেরেছে।

কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল উঠে এসেছে তৃতীয় স্থানে, যেখানে তাদের পয়েন্ট ২১। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর, আর শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।

২০২৬ বিশ্বকাপ, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে, সেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি মূল পর্বের টিকিট পাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর