বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

তামিমের সুস্থতা কামনায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

তামিমের সুস্থতা কামনায় কলকাতা নাইট রাইডার্স

হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দুশ্চিন্তায় ডুবে গেছে দেশের ক্রিকেটপ্রেমীরা। কায়মনোবাক্যে সুস্থতা কামনা করছেন তামিমের। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার সুস্থতা কামনা করছেন তার জাতীয় দলের সতীর্থরা। এমনকি ঢালিউড সুপারস্টার শাকিব খানও প্রার্থনা করছেন তামিমের জন্য। তামিমের জন্য সুস্থতা কামনা করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে হুট করেই বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। 


বিজ্ঞাপন


সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন তামিম। তবে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।

Posted by Facebook on Date:

জানা গেছে, এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়েছে। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।

এদিকে তামিমের এমন গুরুতর অসুস্থ হওয়ার খবরে মর্মাহত হয়ে পড়েছেন তার ভক্তরাসহ দেশের ক্রিকেটপ্রেমীরা। সাবেক এই অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্তরা। ভক্তদের মতোই তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সাবেক ও বর্তমান সতীর্থরাও। প্রার্থনা জানিয়েছে কেকেআরও। ফেসবুকে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠুন তামিম ইকবাল, পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর