দিনের শুরুতেই আজ এক দুঃসংবাদ পায় দেশের ক্রিকেটপ্রেমীরা। গুরুতর অসুস্থ হয়ে তামিম ইকবালের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলোতে। জানা যায়, হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এমনকি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এমন খবরও ছড়িয়ে পড়ে দ্রুতই।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে হুট করেই বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- জ্ঞান ফিরেছে তামিমের
আরও পড়ুন- মাঠে তামিমের কী হয়েছিল, বিস্তারিত জানানো হলো তার পেজ থেকে
সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন তামিম। তবে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
জানা গেছে, এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়েছে। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।
বিজ্ঞাপন
এদিকে তামিমের এমন গুরুতর অসুস্থ হওয়ার খবরে মর্মাহত হয়ে পড়েছেন তার ভক্তরাসহ দেশের ক্রিকেটপ্রেমীরা। সাবেক এই অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্তরা। ভক্তদের মতোই তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সাবেক ও বর্তমান সতীর্থরাও।
ফেসবুকে এক পোস্টে তামিমের সুস্থতা কামনা করে মাশরাফি বলেন, মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ। এদিকে তামিমের সুস্থতা কামনা করে লিটন ফেসবুকে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠুন তামিম ভাই। আপনার জন্য আমাদের দোয়া।
তামিমের সুস্থতা কামনা করেছেন মেহেদী হাসান মিরাজও। তিনি ফেসবুকে লিখেন, হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।