ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের দায়িত্বে এখন টমাস টুখেল। জার্মান এই কোচের অধীনে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইংলিশরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ইনল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ জিতলেও আত্মতৃপ্তিতে ভুগছেন না টুখেল। বরং তার দলকে আরও ভালো করতে হবে বলেই জানিয়েছেন তিনি।
আলবেনিয়ার বিপক্ষে গতকালের জয়ের ম্যাচে গতকাল ইংল্যান্ডের প্রথম গোলটি করেছেন মাইলস লুইস-স্কেলি। এরপর দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেইন।
বিজ্ঞাপন
এদিকে ম্যাচ জিতলেও তার দলের আরও ভালো করার সুযোগ আছে বলেই জানিয়েছেন টুখেল। তিনি বলেন, “আমরা আরও ভালো করতে পারি, আমাদের আরও ভালো করতে হবে। আমরা ম্যাচের শুরুটা ভালো করেছিলাম, সাত বা আট মিনিট আমাদের কাছে শতভাগ বল দখলে ছিল, আমরা অনেক পাস দিয়েছি।”
টুখেল বলেন, “(প্রতিপক্ষের) পাল্টা আক্রমণ সামলানোর জন্য আমরা খুব একটা সংগঠিত ছিলাম না। পরে দ্বিতীয় গোলের পর খেলা কার্যত শেষ হয়ে যায় এবং আমরা তা দেখতে পাই।”
এদিকে গতকাল ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেই রেকর্ড গড়েছেন স্কেলি। সবচেয়ে কম বয়সী ইংলিশ খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করেছেন তিনি। স্কেলিকে নিয়ে টুখেল বলেন, “অসাধারণ একজন খেলোয়াড় সে। অসাধারণ ব্যক্তিত্ব। সে ক্যাম্পে এসে তাৎক্ষণিকভাবে দেখিয়ে দিয়েছিল যে, তাকে নিয়ে মুগ্ধ হওয়া স্বাভাবিক।”