বিশ্বজুড়েই টি-টোয়েন্টি ক্রিকেটের চাহিদা বেড়েছে। আর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার পেছনে বড় অবদান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তা এতটাই বেশি যে সব দলের ক্রিকেটাররাই এ টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। কাড়ি কাড়ি অর্থের পাশাপাশি আইপিএলে খেললে পাওয়া যায় খ্যাতি, বাড়ে দক্ষতাও।
আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে আজ থেকে। অষ্টাদশ আসরের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে, বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে গড়াবে দুই দলের খেলা।
বিজ্ঞাপন
গতবার আইপিএল শিরোপা জিতেছে কলকাতা। আর নাইট রাইডার্সদের তৃতীয় শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সুনীল নারাইন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতেও দক্ষ সুনীলের আছে বিরলতম এক মাইলফলকও।

বিজ্ঞাপন
আইপিএলে হ্যাটট্রিক করার পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি করা এবং শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল দুইজন ক্রিকেটারের। এদের একজন সুনীল নারাইন, আরেকজনের নাম জানলে অবাক হবেন বেশিরভাগ ক্রিকেট সমর্থকই। তবে দ্বিতীয় ক্রিকেটার হলেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা।
ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে হ্যাটট্রিক করার রেকর্ডও আছে রোহিত শর্মার। আর আইপিএল শিরোপা তো জিতেছেন সবচেয়ে বেশি ছয়বার।
আইপিএলের শুরুতে ডেকান চার্জার্সের হয়ে খেলতেন রোহিত। এ ফ্র্যাঞ্চাইজির হয়ে একবার শিরোপাও জিতেছেন তিনি। ২০০৯ সালে এ দলের হয়েই হ্যাটট্রিক করেন তিনি। আর সেটাও আবার তার বর্তমান দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই। ভারতের এ অধিনায়ক ১৫ তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট নেওয়ার পাশাপাশি সপ্তদশ ওভারের প্রথম বলে এক উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন।

রোহিত আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করেন ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এরপর গত আসরে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় শতকের দেখা পান তিনি।

এদিকে আইপিএলের গত আসরে সেঞ্চুরি করেছেন নারাইন। কলকাতার কেবল তৃতীয় ব্যাটার হিসেবে শতকের দেখা পেয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বসী ইনিংস খেলেই বিরল রেকর্ডে রোহিতের পাশে নাম লেখান তিনি। এর আগে ২০১২ সালে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

