শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

স্পেনের হয়েও রোজা রেখে খেলবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস রমজানে পেশাদার ক্রীড়াবিদদের পারফরম্যান্স নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বেশিরভাগ খেলাতেই দেখা যায় মুসলিম ক্রীড়াবিদরা চেষ্টা করেন রোজা রেখেই নিজেদের কাজ চালিয়ে যেতে। রমজান মাসের প্রথম ভাগে পৃথিবীর বিভিন্ন লিগে রোজা রেখেই খেলতে নেমেছেন মুসলিম ফুটবলাররা। তাদের মধ্যে আছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালও। 

এবার জানা গেল, স্পেনের হয়ে ইউয়েফা নেশনস লিগের ম্যাচেও রোজা থেকেই খেলতে নামবেন ইয়ামাল। কিছুদিন আগেই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন তিনি। অ্যাসিস্ট ও গোলে দুর্দান্ত ইয়ামাল ইফতার করেছেন ম্যাচ চলার সময়েই। এতে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন সমর্থকরা।


বিজ্ঞাপন


ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। ২০ মার্চ প্রথম লেগ ও ২৩ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে স্পেন। অনুশীলন ও ম্যাচ, দুই জায়গাতেই রোজা রাখার ঘোষণা দিয়েছেন ইয়ামাল।

এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনো কষ্টই হয় না, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরে পানিশূন্যতা না রাখা। বার্সায় আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম। আমি ফজরের সময়ে ইলেক্ট্রোলাইট পান করি। এটা সারাদিন আপনার শরীরকে পানিতে পূর্ণ রাখবে। ইফতারের সময় আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। পরিবর্তে প্রচুর পানি খাই। সবকিছু তাই নিয়ন্ত্রণে থাকে।’

ইয়ামালের মতো অনেক ফুটবলারই ম্যাচের দিনে রোজা রাখা থেকে বিরত থাকেন, যাতে তারা শারীরিকভাবে সেরা অবস্থানে থাকতে পারেন। অতীতেও কেসিয়ের ও দেম্বেলের মতো খেলোয়াড়রা একই নিয়ম অনুসরণ করেছেন। বার্সার কোচিং স্টাফও এতে স্বস্তিতে, কারণ ইয়ামাল তার বয়সের তুলনায় অসাধারণ পেশাদারিত্ব দেখাচ্ছেন।

১৭ বছর বয়সেই পেশাদার ফুটবলের বড় মঞ্চে পারফর্ম করছেন ইয়ামাল। রোজা রেখেও নিজের পারফরম্যান্স ধরে রাখা তার জন্য নতুন চ্যালেঞ্জ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর