লা-লিগায় চলছে শিরোপা দৌড়। ত্রিমুখী লড়াইয়ে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা, এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো আর ৫৪ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। লিগ শিরোপা জয়ের দৌড়ে থাকা মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব এবার মাঠে নামছে ইউরোপ সেরা হওয়ার মঞ্চে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় রিয়ালের প্রতিপক্ষ অ্যাতলেতিকো। নগর প্রতিদ্বন্দ্বী এ দুই দল আগামীকাল মঙ্গলবার মাঠে নামবে প্রথম লেগের ম্যাচে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।
বিজ্ঞাপন
এদিকে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকোর রেকর্ড ভালো নয়। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। এছাড়া ২০১৫ সালে কোয়ার্টার-ফাইনাল ও ২০১৭ সালে সেমি-ফাইনালে রিয়ালের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল অ্যাতলেতিকোকে।
এবারের লিগে অবশ্য এ দুই দলের দুইবারের মুখোমুখি লড়াই শেষ হয়েছে সমতায়। দুইটি ম্যাচই শেষ হয়েছে ১-১ সমতায়। তবে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল। শেষ ষোলোর ম্যাচের আগে তাই সবাই ফেভারিট মানছে রিয়ালকেই।
তবে রিয়ালকে ফেভারিট মানতে রাজি নন সিমিওনে। নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবটির প্রতি সম্মান থাকলেও নিজেদের বড় সুযোগ দেখছেন সিমিওনে। লড়াইয়ে নামার আগে তিনি বলেন, “আমরা সবসময় যেকোনো পরিস্থিতিকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত করি এবং ইতিহাস থেকে যায়। চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ এবং আগামীকাল (মঙ্গলবার) আমাদের সামনে একটা বড় সুযোগ।”
তিনি আরও বলেন, “দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অনেক সম্মানের ম্যাচ এটা। আমি বুঝতে পারি যে, তারা আমাদের একইভাবে সম্মান করে। এটা যদি অন্য লিগের একটি দল হতো, তাহলে আমরা এই বিষয়গুলো বলতাম না। এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাদের আমরা অনেক সম্মান করি।”
বিজ্ঞাপন
ফেভারিট তকমা নিয়ে অ্যাতলেতিকোর কোচ বলেন, “ফেভারিট শব্দটি আমি বুঝতে পারি না। আমরা এমন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছি, যাদের আমরা সম্মান করি। আমরা আমাদের শক্তি-সামর্থ্য জানি, যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা লড়াইটাকে এমন অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে তাদের আঘাত করতে পারব।”