মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

এবার ক্লাবের দায়িত্বে আসছেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এবারের আসরে ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে বরিশাল। বিপিএলের চ্যাম্পিয়ন বরিশালের মালিক মিজানুর রহমান ও তামিম এবার আসছেন ক্লাব পরিচালনার দায়িত্বে।

বিপিএলে তামিম ও মিজান জুটি আলাদা করেই নজর কেড়েছে। এ জুটি এবার ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন।


বিজ্ঞাপন


ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে ডিপিএলে উঠে আসা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাব। এই ক্লাবটির সহ-সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম ইকবাল। আর সভাপতির পদে বসছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

এদিকে ক্লাবটির পক্ষ থেকে তামিম নাকি মিজান বিসিবির কাউন্সিলরশিপ নেবেন তা এখনো নিশ্চিত নয়। পরবর্তীতে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর