সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লঞ্চে নয়, চার্টার্ড বিমানে শিরোপা নিয়ে বরিশালে তামিমরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

বিপিএলে চ্যাম্পিয়ন হলে ফরচুন বরিশাল লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশালে যাবে এমন ধারণা শুরু থেকেই ছিল ভক্তদের। তবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর তামিম ইকবাল তাঁর দল নিয়ে বরিশাল গেলেন ঠিকই, তবে তা লঞ্চে করে নয়, চার্টার্ড বিমানে করে।

ট্রফি নিয়ে ইতোমধ্যেই বরিশালে পৌঁছেছেন তামিমরা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরীর ঐতিহাসিক বেলস পার্কে দুপুর ২টা থেকে বিকাল ৫টা নাগাদ হবে অনুষ্ঠান।


বিজ্ঞাপন


গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বলেন, 'বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা, সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন, ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে। দুপুর ২টা থেকে ৫টা। আমি ২টার আগেই বরিশালে পৌঁছে যাব।' 

৭ ফেব্রুয়ারি চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল। তামিমের নেতৃত্বে গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। গত আসরেও চ্যাম্পিয়ন হয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্তত তা হয়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর