বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

Australian Open 2025

হ্যাটট্রিক শিরোপার মঞ্চে সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা মাঠে নামেন পাউলো বাদোসার বিপক্ষে। পাউলো বাদোসার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব আরিনার। অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই সম্পর্ককে একপাশে সরিয়ে রাখলেন কোর্টে। 

প্রথম সেমিফাইনালে নিজের বান্ধবী পাউলো বাদোসাকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা।


বিজ্ঞাপন


Gh-DvpCbsAA0oFx

এবার অস্ট্রেলিয়ান ওপেনের রাজত্বের সময়কাল আরো দীর্ঘ করার সুযোগ পাচ্ছেন বেলারুশের নারী টেনিস তারকা। রড লেভার অ্যারেনায় হ্যাটট্রিক শিরোপা উঁচিয়ে ধরতে এখন এক ধাপ দূরে তিনি। এতে দুর্দান্ত এক কীর্তি গড়ার সামনে তিনি। 

টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কীর্তি গড়ার পথে। মোট ৫ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন।

Gh9xbQRbYAAypC3


বিজ্ঞাপন


শনিবার শিরোপার লড়াইয়ে তিনি পোলিশ দ্বিতীয় বাছাই ইগা শিয়াটেক কিংবা আমেরিকান ১৯তম বাছাই ম্যাডিসন কিসের মুখোমুখি হবেন। মেলবোর্ন পার্কে টানা ২০ ম্যাচ জিতেছেন সাবালেঙ্কা। টানা তৃতীয় শিরোপা জয়ের পথে ছুটছেন, যা এই শতাব্দিতে আর কেউ করতে পারেনি। সাবালেঙ্কা বললেন, ‘বন্ধুর বিপক্ষে খুব কঠিন ম্যাচ। জিততে পেরে অনেক খুশি।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর