মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

Australian Open 2025

আলকারাজকে উড়িয়ে শেষ চারে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেই বইছিল ফাইনালের উত্তাপ। শেষ চারের টিকিট নিশ্চিতের ম্যাচে কিংবদন্তি নোভাক জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা থাকলেও রাফায়েল নাদালের উত্তরসূরির বিপক্ষে ম্যাচটিকে একপেশে বানিয়েই জিতে নিয়েছেন জোকার। আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ম্যাচটি জিতে নিয়েছেন জোকোভিচ। 

আজ কোয়ার্টার ফাইনালে আলকারাজকে হারানোর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ৫০তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল নিশ্চিত করলেন জোকোভিচ। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে ১২তম বারের মতো শেষ চার নিশ্চিত করলেন সার্বিয়ান এই কিংবদন্তি। 


বিজ্ঞাপন


মেলবোর্নের রড লেভার অ্যারেনাতে আজ শেষ চারের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নেমেছিলেন টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের এই দুই তারকা। সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী জোকারকে ম্যাচের প্রথম সেটেই হারিয়ে শুভ সূচনা করেছিলেন আলকারাজ। তবে এরপর আর ছাড় দেননি জোকোভিচ। 

Gh0iC_xWoAAXlIN

প্রথম সেট হারলেও প্রবল প্রতাপে ঘুরে দাঁড়ান জোকোভিচ। ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি এরপরের তিন সেটেই ২১ বছরের আলকারাজকে হারিয়ে জয় নিশ্চিত করেন। আজকের জয়ে আলকারাজের বিপক্ষে মুখোমুখি দেখায় ৫-৩ ব্যবধানে এগিয়ে গেলেন জোকার।

সাড়ে তিন ঘন্টা ধরে চলা এই ম্যাচ জয়ের পর জোকারের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি করে জিতলেন। জবাবে কিংবদন্তি এই সার্বিয়ান তারকা বলেন, আমার দুই পা আর ২ হাত দিয়ে। আসলে দেড় পা দিয়ে জিতেছি। এরপর আলকারাজের প্রশংসা করে তিনি বলেন, আমি আলকারাজকে শ্রদ্ধা জানাতে চাই, সে দারুণ খেলেছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর