চলমান বিপিএলে একটি ম্যাচও হারেনি রংপুর রাইডার্স। এখনো পর্যন্ত খেলা ৭ ম্যাচের সবকটিই জিতে শীর্ষে আছে দলটি। এদিকে বিপিএল শুরুর আগেই দারুণ এক সাফল্যও পেয়েছে দলটি। দেশের ইতিহাসে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইডার্সরা, জিতেছে গ্লোবাল সুপার লিগ শিরোপা।
গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া রংপুর সেই ট্রফি নিয়ে এবার যাবে রংপুরে। তবে রাইডার্সদের সঙ্গে থাকবে আরও একটি ট্রফি। সেটি বিপিএলের।
বিজ্ঞাপন
বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও রংপুর রাইডার্সের সঙ্গেই যাবে। ২০ জানুয়ারি এই ট্রফি ট্যুরকে ঘিরে নানান রকম আয়োজন করেছে রংপুর রাইডার্স।
আসন্ন এই ট্রফি ট্যুরে দলের ক্রিকেটাররা যোগ দিবেন হেলিকপ্টারে করে রংপুর গিয়ে। এছাড়া দেড় হাজার ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরের জার্সি। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স।
বিজ্ঞাপন
এছাড়া দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। এ সময় ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন সমর্থকরা। এই আয়োজন ঘিরে থাকছে এক কনসার্টও। এই কনসার্টে থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।
রংপুর গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে গত ৬ ডিসেম্বর। গায়নায় ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের দল।

