সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে রংপুর রাইডার্স কত টাকা পেল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পিএম

শেয়ার করুন:

সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে রংপুর রাইডার্স কত টাকা পেল?

গ্লোবাল সুপার লিগের ফাইনালে আজ মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার বিপক্ষে এ ম্যাচটি দাপটের সঙ্গেই জিতে নিয়েছে রংপুর। ৫৬ রানের জয়ে শিরোপা জিতে নেয় সোহানরা।

ফাইনালে টসে জিতে আগে ব্যাট করেছে রংপুর। সৌম্য সরকারের ৫৪ বলে ৭ চার আর ৫ ছয়ে খেলা ৮৬ এবং স্টিভেন টেলরের ৪৯ বলে ৬৮ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় রংপুর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়া অল আউট হয়েছে ১২২ রানে।


বিজ্ঞাপন


নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন মেহেদী, হার্মিত সিং ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়াও রিশাদ হোসেন-সাইফ হাসানরাও ছিলেন বল হাতে দুর্দান্ত। শেষ পর্যন্ত ১২২ রানেই অল আউট হয় ভিক্টোরিয়া, আর ৫৬ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর। 

এদিকে শিরোপা জেতা রংপুর পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানিও। চ্যাম্পিয়ন হওয়ায় রংপুর প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫ লাখ ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা।

এছাড়া লিগ পর্বে প্রথম দুই ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে রংপুর। এই দুই ম্যাচ জেতায় আলাদা অর্থ পুরস্কার পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, দুটি ম্যাচ জিতে তারা পেয়েছিল ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ লাখ টাকা। সব মিলিয়ে রংপুর তাই গ্লোবার সুপার লিগ খেলে ৬ কোটি টাকার বেশি অর্থ পেয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর