আইপিএলের সবথেকে দামী ক্রিকেটার এখন রিশব পন্ত। ভারতের হয়ে চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আজ আইপিএলের নিলাম শুরু হওয়ার পরপরই সবথেকে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন শ্রেয়াস আইয়্যার। গতবারের নিলামে সবথেকে বেশি দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড আজ নিলামের শুরুতেই ভাঙেন শ্রেয়াস আইয়ার। গতবার শ্রেয়াসের অধীনেই শিরোপা জিতে কলকাতা। তবে এবার আর তাকে ধরে রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
আজকের মেগা নিলামে শ্রেয়াসকে দলে পেতে নিলাম যুদ্ধে নেমেছিল কয়েকটি দল। এ যুদ্ধে ছিল কলকাতাও। আর তাতে চড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত এ যুদ্ধে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।
তবে শ্রেয়াসের রেকর্ড ২০ মিনিটেই ভেঙে দেন রিশব পন্ত। পন্তকে দলে পেতে একাধিক দল যে নিলাম যুদ্ধে নামবে তা আগেই ধারণা করা হয়েছিল। হয়েছেও তাই। পন্তকে দলে নেয়ার দৌড়ে ছিল লক্ষ্ণৌ, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লীও। লক্ষ্ণৌয়ের ডাক ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পৌছালে আরটিএম কার্ড ব্যবহার করে তাকে ধরে রাখার সুযোগ ছিল দিল্লীর।
বিজ্ঞাপন
তবে পন্তের সাবেক দলকে আর এই সুযোগ দেয়নি লক্ষ্ণৌ। শেষবারের সুযোগে একবারেই ৬ কোটি ২৫ লাখ দাম বাড়ায় লক্ষ্ণৌ। এরপর আর কোনো দলই আগ্রহ না দেখালে ২৭ কোটি রূপিতে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন পন্ত।
২০১৬ সাল থেকে দিল্লিই ছিল আইপিএলে পন্তের ঠিকানা। ২০১৬, ২০১৭ ও ২০১৮ এই তিনটে আইপিএলে পন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন। এরপর ২০১৯ সালে দিল্লি টিমের নাম বদলে যায়। তারপর থেকে দিল্লি ক্যাপিটালসই হয় পন্তের আইপিএল টিম। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনের দায়িত্বও পান পন্ত। শ্রেয়াস আইয়ার সে বার চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।
আর দিল্লি ভরসা রাখে পন্তের উপর। সে বার দিল্লি প্লে অফে উঠেছিল। দিল্লি অবশ্য কখনও আইপিএল ট্রফি জেতেনি। ১১১টি আইপিএল ম্যাচ খেলে পন্ত করেছেন ৩২৮৪ রান। করেছেন ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি। এ বার সেই দিল্লির সঙ্গে ৮ বছরের সম্পর্কে ইতি টেনেছেন পন্ত। নতুন টিমে এবার তিনি কেমন পারফর্ম করেন তাই দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

