রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতকে হারাতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

ভারতকে হারাতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়ার

দ্বিতীয় ইনিংসের ১৩৫তম ওভারে মার্নাস লাবুশেনের বলে ডিপ ফাইন লেগ দিয়ে চার মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন বিরাট কোহলি। সাদা পোশাকে ১৫ মাস পর শতরানের দেখা পেলেন কোহলি। কোহলি শতক তুলে নেয়ার সঙ্গেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ৬ উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য অজিদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫৩৪ রানের।

বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে এ সিরিজে ফেভারিট ছিল অজিরাই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হার ছাড়াও রোহিত শর্মা-বিরাট কোহলিরা ফর্মে না থাকায় সফরকারীদেরই আন্ডারডগ ভাবা হচ্ছিল। তবে পার্থ টেস্ট এমন ধারণা ভুল প্রমাণিত করেছে।


বিজ্ঞাপন


দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে গতকাল দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারিয়েই ১৭২ রান তোলে ভারত। তবে আজ তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ভারত। গতকাল ৬২ রানে দিন শেষ করা লোকেশ রাহুল আজ আর ১৫ রান করেই আউট হন মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হয়ে।

এদিকে রাহুল ফিরলেও দুর্দান্ত খেলেছেন ৯০ রানে দিন শুরু করা যশ্বসী জয়সোয়াল। তিনি আজ দিনের শুরুতেই তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। ১০৫ বলে ১০০ করা জয়সোয়াল ছিলেন দ্বিশতকের পথে। তবে তিনি শেষ পর্যন্ত আউট হন ১৬১ রান করে।

এদিকে জয়সোয়ায়ল ফেরার আগেই আউট হন দেব্দূত পাডিক্কল। তিনি করেন ১৫ রান। এরপর রিশব পন্তও ভালো খেলতে পারেননি। ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরেন তিনি। তবে দ্রুত দুই উইকেট হারালেও ভারত বড় সংগ্রহ পেয়েছে বিরাট কোহলির শতকে। শতকা হাঁকানোর পথে ওয়াশিংটন সুন্দর ও নিতীশ কুমার রেড্ডির সঙ্গে যথাক্রমে ৮৯ ও ৭৭ রানের জুটি গড়েন কোহলি।

ওয়াশিংটন ২৯ রান করে আউট হওয়ার পর কোহলির সঙ্গে জুটি গড়ে টি-টোয়েন্টি মেজাজে আগ্রাসী এক ইনিংস খেলেছেন রেড্ডি। তিনি ২৭ বলে করেন ৩৮ রান। কোহলি-রেড্ডির অপরাজিত জুটির সুবাদেই ৬ উইকেটে ৪৮৭ রান করার পর ইনিংস ঘোষণা করে ভারত।


বিজ্ঞাপন


এদিকে ৫৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জিততে হলে শেষ ২ দিনে ৭ উইকেটে ৫২২ রান করতে হবে স্বাগতিকদের। এদিকে ভারতকে এই ম্যাচে হারাতে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে স্বাগতিকদের। টেস্টে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। এর আগে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটিও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর