পাকিস্তান সবশেষ ওয়ানডে খেলেছিল গত বছর। ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এ সংস্করণে আর মাঠে নামেনি ম্যান ইন গ্রিনরা। দীর্ঘ বিরতির পর আগামীকাল একদিনের ক্রিকেটে মাঠে নামতে চলেছে পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহাম্মদ রিজওয়ানের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। তবে অজিদের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ম্যান ইন গ্রিনরা। এই ম্যাচের একাদশে ৫ পেসার থাকলেও নেই কোনো স্পিনার।
বিজ্ঞাপন
গত বিশ্বকাপের পর থেকে বেশ কয়েকদফা পরিবর্তন এসেছে পাকিস্তানের ক্রিকেটে। বিশ্বকাপ ব্যর্থতার পর তিন ফরম্যাটের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন বাবর আজম। এরপর আবার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছিল তাকে। তবে তাও ছেড়ে দিয়েছেন এই তারকা ব্যাটার। এরপর টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি।
বিশ্বকাপের পর পাইস্তানের কোচের পদেও এসেছে পরিবর্তন। অস্ট্রেলিয়া সিরিজের আগে আবার সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ গ্যারি কার্সটেন পদত্যাগও করেছেন, নির্বাচক কমিটি বদলেছে। সব পরিবর্তনের পর ম্যান ইন গ্রিনদের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এখন মোহাম্মদ রিজওয়ান, কাল অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিজ্ঞাপন
অজিদের বিপক্ষে এই ম্যাচে একাদশে ৫ পেসার নিয়ে মাঠে নামবে পাকিস্তান। দলে ৩ অভিজ্ঞ পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ ছাড়াও আছেন তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন এছাড়াও দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ ইরফান খান।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছেন কামরান গোলাম। সৌদ শাকিলের জায়গায় দলে জায়গা পেয়েছেন তিনি। এছাড়ার ব্যাটারদের মধ্যে একাদশে থাকছেন আব্দুল্লাহ শফিক, সাইম আইয়্যুব, বাবর আজম, সালমান আঘা।