রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

শোচনীয় হোয়াইটওয়াশের পর অধিনায়কত্ব নিয়ে যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম

শেয়ার করুন:

২৪ বছর পর হোয়াইটওয়াশ হলো ভারত, অধিনায়কত্ব নিয়ে যা বললেন রোহিত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তরতাজা স্মৃতি নিয়েই ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড। সেই দলটিই যে ভারতকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতবে তা কজনই বাঁ ভাবতে পেরেছিলেন। তবে কেউ ভাবতে পারুন বা না পারুন- তাই করে দেখিয়েছে কিউইরা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ১২ বছর পর ভারতকে ঘরের মাটিতে সিরিজ হারের স্বাদ দিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আর এবার দিল ধবলধোলাইয়ের লজ্জা। 

ব্যাঙ্গালুরু ও পুনেতে হারের পর মুম্বাই টেস্ট ছিল ভারতের ধবলধোলাই এড়ানোর ম্যাচ। তবে এ ম্যাচেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি রোহিত শর্মার দল। ২৫ রানে হেরে হোয়াইটওয়াশ হওয়ার স্বাদ নিতে হিয়েছে স্বাগতিকদের। ঘরের মাঠে সাদা পোশাকে ভারত সবশেষ হোয়াইটওয়াশ হয়েছিল চলতি শতাব্দীর প্রথম বছরে। 


বিজ্ঞাপন


 

২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা। তবে সেই সিরিজটি ছিল দুই ম্যাচের। তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। কিউইদের বিপক্ষে সিরিজ হারায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা এখন আরও কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। 

এদিকে ধবলধোলাই হওয়ার পর রোহিত শর্মা সিরিজ জুড়ে করা নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘একটি সিরিজ কিংবা টেস্ট ম্যাচ হারা কখনোই সহজ নয়। এটা সহজে হজম করা যায় না। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি যেটা পুরো সিরিজ জুড়েই করে দেখিয়েছে নিউজিল্যান্ড। আমরা অনেক ভুল করেছি। প্রথম দুই টেস্টের প্রথম ইনিংসে আমরা খুব বেশি রান করতে পারিনি।’


বিজ্ঞাপন


মুম্বাইয়ে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল জানিয়ে রোহিত বলেন, ‘আমরা প্রথম ইনিংসে ২৮ রানের লিড পেয়েছিলাম। লক্ষ্যটাও তাড়া করা সম্ভব ছিল। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন না রোহিত। এই ম্যাচেও প্রথম ইনিংসে ১৮ রানে আউট হওয়ার দ্বিতীয় ইনিংসে আউট হন ১১ রানে। নিজে ব্যাট হাতে ভালো করতে না পারার কথাও জানিয়েছেন রোহিত। একই সঙ্গে তিনি আরও বলেন যে, অধিনায়ক হিসেবেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। 

রোহিত বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। আমরা বেশ কিছু জিনিস চেষ্টা করেছি কিন্তু সেসব কাজে লাগেনি। অধিনায়ক হিসেবে নেতৃত্বের জায়গায় আমি আমার সেরাটা দিতে পারিনি। এবং ব্যাট হাতেও খুব একটা ভালো করতে পারিনি। সব মিলিয়ে দল হিসেবেই আমরা ব্যর্থ হয়েছি।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর