মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

তাইজুলকে না রখার কারণ জানালেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

তাইজুলকে না রখার কারণ জানালেন প্রধান নির্বাচক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ৬ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন সিরিজকে সামনে রেখে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নেই সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করবেন না বলে শোনা গেলেও আফগান সিরিজের অধিনায়ক হিসেবে শান্তকেই রেখেছে বিসিবি। এদিকএ দল ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন তাইজুল ইসলাম।

লাল বলের ক্রিকেটে তামকা লেগে যাওয়া টাইগার স্পিনার নানা সময়ে বাকি দুই ফরম্যাটে খেলার আগ্রহ জানিয়েছিলেন। কিন্তু বিসিবি থেকে সেভাবে সুযোগ পাননি বাকি দুই ফরম্যাটে নিজেকে প্রমাণ করার জন্যে। আসন্ন আফগানদের বিপক্ষে সিরিজেও তাকে রাখা হয়নি। লাল বলের ক্রিকেটে কেন নেই, সেই ব্যাখা দিয়েছে বিসিবি। 


বিজ্ঞাপন


প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্যে, তাইজুল যেন পুরো মনোযোগ দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে দিতে পারেন, সেই লক্ষ্যেই পঞ্চাশ ওভারের ক্রিকেটের বাইরে রাখা হয়েছে। তিনি বলেন, ‘সাকিব যেহেতু টেস্টে নেই, তাইজুল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ফরম্যাটে। ওয়ানডেতেও সে ভালো করতে পারে, কিন্তু টেস্টে আমাদের জন্য বেশি জরুরি সে। তাকে ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করতে হবে আমাদের।’

এদিকে এক বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমাদের ক্ষেত্রে বিসিবির বক্তব্য, তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন পঞ্চাশ ওভারের ক্রিকেটে। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল বিসিবি তাকেই অধিনায়ক করে ১৫ সদস্যের দল দেয়। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের মাঝেই তিনি জানিয়েছিলেন, নেতৃত্বে তার আগ্রহ নেই। কিন্তু ঠিক কি কারণে আবারও নেতা হিসেবেই শান্ত?

বোর্ডের কোর্টে বল ঠেলে গাজী আশরাফ বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। এ ব্যাপারে নির্বাচকদের কিছু না বলাই ভালো। সে অধিনায়ক ছিল। তাকেই রাখা হয়েছে। তবে এ ব্যাপারে আমাদের কথা বলাটা সমীচীন মনে করি না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর