বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে কাটছিল বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে সর্বশেষ দুই ম্যাচে ভিন্ন চেহারায় দেখা যায় আলবিসেলেস্তেদের। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর ভেনেজুয়েলার সঙ্গেও ১-১ গোলে ড্র করে লিওনেল স্কালোনির দল। টানা দুই ম্যাচ পয়েন্ট খোয়ানোর পর আগামীকাল জয়ে ফিরতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। একই দিনে লাতিন আমেরিকার আরেকটি দল ব্রাজিলও মাঠে নামছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। তাদের প্রতিপক্ষ পেরু।
আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে ভোর ৬টায় বলিভিয়াকে আতিথ্য দিবে লিওনেল স্কালোনির দল। এর ৪৫ মিনিট পর ব্রাজিলের এরিনা বিআরবি মানে গারিঞ্চাতে পেরুকে আতিথ্য দিবে দরিভাল জুনিয়রের দল।
বিজ্ঞাপন
আরও পড়ুন-গায়ে হাত তোলা কাণ্ডসহ যেসব অভিযোগে বরখাস্ত হাথুরু
আরও পড়ুন-দ্বিতীয় মেয়াদে কেমন ছিল বাংলাদেশে হাথুরুর অধ্যায়
বলিভিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে প্রস্তুত হওয়া দলের অনুশীলনের পর লিওনেল স্কালোনি প্রেস কনফারেন্স করেন। দলটির সাম্প্রতিক সময়ে কিছু নেতিবাচক খবর পাওয়ার পর, স্কালোনি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কারণ আলেক্সিস ম্যাক আলিস্টার দলে ফিরছেন।
ভেনেজুয়েলার বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা ম্যাক আলিস্টার শেষ অনুশীলনে অংশগ্রহণ করেছেন এবং তিনি এখন পুরোপুরি ফিট। অন্যদিকে দলের মূল ডিফেন্ডার কুটি রোমেরো হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন এবং জার্মান পেজ্জেলার জায়গায় খেলবেন, যিনি টেম্পোরাল বোনে মাইক্রোফ্র্যাকচারের পরও গত বৃহস্পতিবারের ম্যাচে খেলেছিলেন। ফলে বলিভিয়ার বিপক্ষে জয় পেতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
আগের ম্যাচেই জয়ে ফেরা ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে ইগর জেসুস আর লুইজ হেনরিকের গোলে জয়ে ফিরে সেলেসাওরা। সেইসঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসে ডোরিভাল জুনিয়রের দল। পেরুর বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- শান্ত-লিটনদের নতুন কোচের নাম জানাল বিসিবি
বাছাইপর্বে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে অবস্থান করছে আর্জেন্টিনা। যেখানে সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল। দুই আর তিনে থাকা কলম্বিয়া এবং উরুগুয়ের পয়েন্ট যথাক্রমে ১৬ এবং ১৫।
এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবেনা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। এছাড়া মোবাইলে স্কোর দেখতে এখানে ক্লিক করুন— (ব্রাজিল-পেরু) ও (আর্জেন্টিনা-বলিভিয়া)।
আর্জেন্টনার সম্ভাব্য একাদশ: জেরোনিমো রুলি; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস টাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এদেরসন মোয়ারেস, ভ্যান্দারসন, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, আবনার; ব্রুনো গিমারেস, গারসন; সাভিনহো, রাফিনহা, রদ্রিগো, ইগোর জেসুস।

