সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪ মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজম-ফাতিমা সানারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

৪ মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজম-ফাতিমা সানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতে নিয়েছে ৩১ রানের ব্যবধানে। তবে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা পাওয়া ফাতিমা সানারা ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। একই অবস্থা বাবর আজমদেরও।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা গেছে, নারী ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তি ২৩ মাসের যা শুরু হয়েছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। তবে মেয়াদ শুরুর ১২ মাস পর একবার পর্যালোচনা করার কথা।


বিজ্ঞাপন


এখনো পর্যন্ত সেই পর্যালোচনা করা শেষ হয়নি বলেই বেতন দেয়া হচ্ছে না বলে ক্রিকবাজকে জানিয়েছে পিসিবি। ক্রিকবাজকে দেয়া এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের।’

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির নীতিমালা অনুযায়ী, অনুশীলন ক্যাম্প চলার সময় যদি পিসিবি ক্রিকেটারদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে তাহলে তারা কোনো দৈনিক ভাতা পান না। এ কারণেই সেপ্টেম্বর ১ তারিখ থেকে অনুশীলন ক্যাম্পে থাকলেও নারী ক্রিকেটাররা দৈনিক ভাতা পাননি। তবে এই সময়ে সাপোর্ট স্টাফরা দৈনিক ভাতা পেয়েছে।

মেয়েদের মতো পাকিস্তানের পুরুষ ক্রিকেটাররাও চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ ক্রিকেটারদের বেতন দিতে দেরি হওয়ার কারণ ভিন্ন। তবে তা এখনো জান যায়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর