সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত সিরিজই মাহমুদউল্লাহর শেষ কি না প্রশ্নে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

ভারত সিরিজই মাহমুদউল্লাহর শেষ কি না প্রশ্নে যা বললেন শান্ত

টেস্ট সিরিজ শেষে এবার রঙিন পোশাকে ভারতের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। দুই দলের প্রথম ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তবে সাইলেন্ট কিলার খ্যাত এই ফিনিশার খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি তিনি, ৭ ম্যাচে করেছেন মোটে ৯৫, স্ট্রাইকরেটও ছিল একশর নিচে, ৯৫।


বিজ্ঞাপন


গোয়ালিয়রে প্রথম ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের অধিনায়ক নাজমুল শান্তকে প্রশ্ন করা হয়েছিল টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে। জবাবে শান্ত বলেন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি… রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন। সুতরাং এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার নই। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে তাঁর একটা আলোচনা তো হবেই।’

ভারত সিরিজ দিয়েই মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন কি না এমন এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি। কিন্তু হয়তো সামনের দিকে হবে। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ, সিরিজ শুরু হচ্ছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর