বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

পাকিস্তান যেভাবে হেরেছে তা নিয়ে ‘বিব্রত’ ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান যেভাবে হেরেছে তা নিয়ে ‘বিব্রত’ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে এভাবে সিরিজ হারায় বাবর আজমদের নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। রমিজ রাজা, বাসিত আলী, রশিদ লতিফরা কড়া সমালোচনা করেছেন। এ তালিকায় আছে ওয়াসিম আকরামের নামও।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানেই ছিল পাকিস্তান। ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান মাসুদ। ইনিংস ঘোষণা করার আগে নিজের ব্যক্তিগত দ্বি-শতক ছোঁয়ার দৌড়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে দ্বি-শতক করার সুযোগ দিলে পাকিস্তানেরও দলীয় সংগ্রহ আরও বাড়তো।


বিজ্ঞাপন


 

তবে দলীয় সংগ্রহ আরও বাড়ানোর সুযোগ না নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। সেই ম্যাচটি পরে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল। তবে সে সুযোগ নিতে পারেনি ম্যান ইন গ্রিনরা, শেষ পর্যন্ত হারতে হয়েছে এই ম্যাচেও।

পাকিস্তানের এমন হার নিয়ে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।’


বিজ্ঞাপন


ঘরের মাঠে সবশেষ ১০ টেস্টের ৬টিতেই হেরেছে পাকিস্তান, বাকি ৪ ম্যাচ হয়েছে ড্র। এসব নিয়ে ওয়াসিম আকরাম আরও বলেন, ‘ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর