পাকিস্তানের ক্রিকেটে লম্বা সময় ধরেই ব্যর্থতার বৃত্তে বন্দী হয়েছে। ধারাবাহিক ব্যর্থতার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও এক পরাজয়ের অধ্যায়। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ম্যান ইন গ্রিনরেয়া। পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট না জেতা টাইগাররা তাদেরই ঘরের মাঠে গিয়ে ধবলধোলাই করে সিরিজ জিতে নিয়েছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি দশ উইকেটের বড় ব্যবধানে হারে পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচ দিয়েও ঘুরে দাড়াতে পারেনি ম্যান ইন গ্রিনরা। ৬ উইকেটের হয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়েছে নাজমুল শান্তর দল।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশের বিপক্ষে এমন শোচনীয় সিরিজ হারকে পাকিস্তান ক্রিকেটের কালো দিন বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। অপরদিকে আরেক সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, পাকিস্তানকে শুইয়ে দিয়েছে বাংলাদেশ।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে রমিজ রাজা বলেন, ‘পাকিস্তানে পাকিস্তানকে শুইয়ে দিয়েছে বাংলাদেশ।’ বাংলাদেশের প্রশংসা করে রাজা আরও বলেন, ‘বলতেই হবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব জায়গাতেই খুব ভালো পারফরম্যান্স করেছে এবং পাকিস্তানের চেয়ে বিস্তর এগিয়ে ছিল।’
পাকিস্তান ক্রিকেট এমন অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রাজা। তিনি বলেন, ‘পাকিস্তানকেও মোবারক। রেকর্ড হার। আমি জানি না পাকিস্তান ক্রিকেট এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে! বর্তমান পরিস্থিতিতে শুধু অলৌকিক কিছু ঘটলেই তা সম্ভব।’
অধিনায়ক শান মাসুদের সমালোচনা করে তিনি বলেন, ‘শান মাসুদকেই উত্তর দিতে হবে। কারণ, সে দলের নেতা। দলকে ম্যাচ জেতানো অধিনায়কের দায়িত্ব। শান মাসুদ অনেকবার ভুল করেছে...শান জানত পাকিস্তান দলের ফিটনেস কেমন। অধিনায়ক যখন নিজে রান করে, তখন অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু অধিনায়ক নিজে রান না পেলে এবং বাংলাদেশের কাছে হারলে আর সেটা যদি হয় সফরকারীদের কাছে প্রথমবারের মতো—এমন হারে শিরোনাম হবেই।’