শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি খোয়ালেন দুই নির্বাচক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি খোয়ালেন দুই নির্বাচক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফর্ম্যান্স ছিল হতাশাজনক। স্বাগতিক যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছেও হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়নরা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই তাই তুমুল সমালোচনা হয় বাবর আজমদের নিয়ে। একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটের সার্বিক অবস্থা নিয়েও শুরু হয় আলোচনা। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আভাস দিয়েছিলেন, ব্যর্থতার কারণে দেশটির ক্রিকেটে আমূল পরিবর্তন আনবেন তিনি। তারই সূচনা হল দুই নির্বাচককে বরখাস্ত করার মধ্য দিয়ে। 

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পিসিবির নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে। পাকিস্তানের বিশ্বকাপ দল নির্বাচনে ওয়াহাব নির্বাচনের প্রভাব বেশি ছিল বলে জানা গেছে।


বিজ্ঞাপন


 

পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে ভরসা করতে পারছে না দেশটির ক্রিকেট বোর্ড। এ কারণেই দুজনকে সরিয়ে দেয়া হয়েছে। তবে আসাদ শফিক, বিলাল আসিফ এবং মোহাম্মদ ইউসুফ নির্বাচক হিসেবে এখনো দায়িত্বে বহাল আছেন বলে জানা গেছে। 

cover_1720551992FotoJet-(22)


বিজ্ঞাপন


জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি এবং সাদা বোলের ক্রিকেটের কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে গুরত্বপূর্ণ বৈঠক করেছেন। দুই প্রধান কোচের সঙ্গে বৈঠকে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে সার্বিক আলোচনা করেছেন বলেও জানা গেছে। 

এ বছরের শুরুতে পাকিস্তান দল নির্বাচনের জন্য সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করেছিল পিসিবি। সেই কমিটিতে প্রধান নির্বচক হিসেবে ছিলেন না কেউ, তবে ওয়াহাব রিয়াজের ভূমিকাই বেশি ছিল বলেই জানা গেছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর